Studypress News
ব্যাঙ্গালোরকে হারিয়ে আইপিএলের শিরোপা জিতলো হায়দরাবাদ
30 May 2016
টান টান উত্তেজনাকর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রথমবারের মতো শিরোপা জিতলো মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ।
প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২০৮ রান করে হায়দরাবাদ। সর্বোচ্চ ৬৯ রান করেন ডেভিড ওয়ার্নার। জবাবে, ৭ উইকেটে ২০০ রানের বেশি তুলতে পারেনি ব্যাঙ্গালোর। ৭৬ রান করেন ক্রিস গেইল। ২ উইকেট নেন বেন কাটিং। ১টি করে উইকেট নেন মুস্তাফিজ, বারিন্দার স্রান ও বিপুল শর্মা। ম্যাচসেরা হন বেন কাটিং। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন বিরাট কোহলি।