Studypress News
এল নিনো ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত নিয়োগ করেছে জাতিসংঘ
26 May 2016
সাবেক আইরিশ প্রেসিডেন্ট মেরি রবিনসন ও কেনিয়ার কূটনীতিক ম্যাকারিয়া কামুকে এল নিনো ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত নিয়োগ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। গত শুক্রবার তাদের নিয়োগ দেয়া হয়।
# এর আগে রবিনসন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ও বান কি মুনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ছিলেন।
# কামু জাতিসংঘে কেনিয়ার রাষ্ট্রদূত ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পর্ষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।
# এল নিনো প্রকৃতিতে ক্ষতিকর প্রভাব ফেলে এবং খরা ও বন্যার সৃষ্টি করে।
# প্রতি দুই থেকে সাত বছরে এল নিনো সৃষ্টি হয়।
# এল নিনোর ক্ষতিকর প্রভাব দেখা যায় সুদানের মত দেশগুলোর বিভিন্ন স্থানে।