Studypress News
কোপা ডেল রে ২০১৬ জয়ী বার্সেলোনা
24 May 2016
সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে আবারো কোপা দেল রে শিরোপা জিতে নিল ফুটবল ক্লাব বার্সেলোনা। গোল দুটি করেন জর্ডি আলবা ও নেইমার। বার্সেলনার হাভিয়ের মাচেরানো ও সেভিয়ার এভার বানেগা লাল কার্ড দেখলে উভয় দলই ১০ জনে পরিনত হয়। তবে নির্ধারিত ৯০ মিনিট সময়ে কোন দলই গোল আদায় করে নিতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটের ৭ মিনিটে মেসির অসাধারন এক পাসকে গোলে পরিণত করেন জর্ডি আলবা। ১২০ মিনিটে মেসির দুর্দান্ত থ্রু থেকে গোল করেন নেইমার।
এই বছরে বার্সেলোনার এটি দ্বিতীয় শিরোপা। এক সপ্তাহ আগেই লা লিগা শিরোপা জিতেছিল বার্সেলোনা।