Studypress News

বজ্রপাতের নতুন ‘হটস্পট’ মারাকাইবো হ্রদ

19 May 2016

অন্য কোনো স্থান নয়, বিশ্বের বজ্রপাতের নতুন ‘হটস্পট’ হয়ে উঠেছে ভেনেজুয়েলার মারাকাইবো হ্রদ। সিএনএন বলছে, আমেরিকান মেটেওরোলজিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাম্প্রতিক এক গবেষণা ফলাফলে বিষয়টি জানানো হয়েছে।

পূর্বে আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকাকে বিশ্বের সবচেয়ে বজ্রপাত প্রবণ এলাকা বলে ঘোষণা করা হলেও নতুন করে ভেনেজুয়েলার এই হ্রদের কথা বল হচ্ছে। পৃথিবীর কক্ষপথে নাসার স্থাপিত আবহাওয়া স্যাটেলাইটের লাইটেনিং ইমেজিং সেন্সর থেকে  ১৬ বছর ধরে পাওয়া তথ্যে দেখা

গেছে, প্রতি বছর হ্রদটির প্রতি বর্গকিলোমিটার এলাকার উপর গড়ে ২৩৩টি বজ্রপাত হয়।গবেষণা ফলাফলে জানানো হয়েছে, সাগর ও পর্বত উপত্যকা থেকে প্রবাহিত বায়ু মারাকাইবো হ্রদের উষ্ণ পানির উপরিভাগে জড়ো হয়ে প্রতি বছর গড়ে ২৯৭ দিন-রাত্রিকালীন বজ্রঝড় সৃষ্টি করে।

বিভিন্ন প্রতিবন্ধকতা সত্বেও ধারাবাহিকভাবে সৃষ্টি হওয়া এসব বজ্রঝড় সারা বছর ধরে প্রায় একই এলাকাকে কেন্দ্র করে আবর্তিত হয় যে কারণে এলাকাটিতে বজ্রপাতের ঘনত্ব এত বেশি।তবে মহাদেশ হিসেবে তুলনা করলে বজ্রপাতের হিসাবে আফ্রিকা মহাদেশ এখনও বিশ্বের বজ্রপাতের 

‘হটস্পট’ রয়ে গেছে এবং এর পরের স্থান গুলোতে যথাক্রমে আছে এশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া। সিএনএন-র আবহাওয়াবিদ পেদরাম জাভাহেরি বলেন "উত্তর আমেরিকার সবচেয়ে বজ্রপাত প্রবণ এলাকা ফ্লোরিডা অঙ্গরাজ্যের মধ্যাঞ্চল"।সম্প্রতি জলবায়ুর 

পরিবর্তনজনিত কারণে বজ্রপাতের সংখ্যা ও এর আঘাতে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার বজ্রপাতকে ‘দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেছে।