Studypress News
চলে গেলেন নেপচুনের বলয়ের আবিষ্কারক আন্দ্রে বাহিক
18 May 2016
গত ১৫ মে মারা গেছেন নেপচুনের বলয় আবিষ্কারকদের অন্যতম বিজ্ঞানী আন্দ্রে বাহিক।
১৯৮৪ সালে প্রথমবারের মতো ধরা পড়ে নেপচুনের বলয়ব্যবস্থা। আবিষ্কারক দলে ফ্রান্সের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীও ছিলেন। ফরাসি প্রজাতন্ত্রের সঙ্গে মিল রেখে বলয়গুলোর নাম রাখা হয়েছিল সমতা, সংঘ ও স্বাধীনতা। ফরাসি ওই গবেষকদলের একজন ছিলেন আন্দ্রে ব্রাহিক। তিনি ইউনিভার্সিটি অব প্যারিসের অধ্যাপক ছিলেন। প্যারিসে ১৯৪২ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন।