Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১৬মে-১৭মে, ২০১৬

17 May 2016

১। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস কবে?

ক) ১৫ মে খ) ১৬ মে গ) ১৭ মে ঘ) ১৪ মে

২। ইন্টারনেট সুবিধাবঞ্চিত জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

ক) ১ম খ) ৫ম গ) ৩য় ঘ) ৪র্থ

৩। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?

ক) ১৫ মে খ) ১৭ মে গ) ১৩মে ঘ) ১২ মে

৪। ২০১৬ সালের ম্যান বুকার পুরস্কার জিতেছেন কে?

ক) হান কাঙ খ) ডেবোরা স্মিথ গ)ল্যাসলু ক্রাসনাহোরাকাই ঘ) ঝুম্পা লাহিড়ি

৫। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির দাদাব কোন দেশে অবস্থিত?

ক) কেনিয়া খ) নাইজেরিয়া গ) সোমালিয়া ঘ) জার্মানি

৬। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ সুসান্নাহ মুশাত জোনস কত বছর বয়সে মারা গেছেন?

ক) ১১৩ খ) ১১৪ গ) ১১৫ ঘ) ১১৬

৭। ফিফার প্রথম নারী মহাসচিবের নাম কি?

ক) ফাতমা সামৌরা খ) দিলমা রুসেফ গ) অ্যাঞ্জেলা মার্কেল

৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিম্বের সবচেয়ে দূষিত শহর কোনটি?

ক) জাবল খ) ঢাকা গ) দিল্লি ঘ) রিয়াদ

৯। জাবল কোন দেশের শহর?

ক) সৌদি আরব খ) ইরান গ) ইরাক ঘ) মিশর

১০। সম্প্রতি বাংলাদেশ সরকার কোনটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে?

ক) ঘূর্ণিঝড় খ) ভূমিকম্প গ) বজ্রপাত ঘ) সুনামি

উ: ১। গ ২। খ ৩। খ ৪। ক ৫। ক ৬। ঘ ৭। ক ৮। ক ৯। খ ১০। গ