Studypress News
বিশ্বের সবচেয়ে দূষিত শহর ইরানের জাবল
17 May 2016
WHO এর মতে বিশ্বের চরম বায়ু দূষণের শহর হিসেবে শীর্ষে রয়েছে ইরানের জাবল (Zabol) শহর। এ তালিকায় এরপর স্থানই পেয়েছে ভারতের গোয়ালিয়র এবং এলাহাবাদ। এরপর স্থান পেয়েছে সৌদি আরবের দুটি শহর রাজধানী রিয়াদ এবং আল জুবেইল। এরপর রয়েছে ভারতের আরও দুটি শহর পাটনা ও রায়পুর। বাতাসে মিশে থাকা ক্ষুদ্র বস্তুকণা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মানব দেহে প্রবেশ করে স্ট্রোক, হৃদরোগ, পাকস্থলীর ক্যান্সারসহ অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ ও তীব্র শ্বাসকষ্ট ঘটায়।