Studypress News
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের মৃত্যু
17 May 2016
বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ সুসান্নাহ মুশাত জোনস আর নেই। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা গেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর।
১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন জোনস। চাকরি থেকে অবসর নেন ১৯৬৫ সালে। সুসান্নাহ মুশাত জোনসের মৃত্যুর পর এখন সবচেয়ে বেশি বয়সে জীবিত থাকার রেকর্ড ইতালির নারী এমা মোরানো মারতিনুজ্জির দখলে। তাঁর বয়সও ১১৬ বছর। সবচেয়ে বেশি বয়সে মারা যাওয়ার রেকর্ডটি অবশ্য ফ্রান্সের জ্যানে কেলমন্তের। তিনি ১৯৯৭ সালে মারা যান। তখন তাঁর বয়স ছিল ১২২ বছর ১৬৪ দিন।