Studypress News
১৭ মে: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস
17 May 2016
আজ ১৭ মে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশে ফেরেন তিনি। তাঁকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে জড়ো হন প্রায় ১৫ লাখ মানুষ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এ সময় প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান জাতির জনকের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।