Studypress News
ইন্টারনেট সুবিধাবঞ্চিত জনসংখ্যা: বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম
17 May 2016
ইন্টারনেট সুবিধাবঞ্চিত জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বিশ্বব্যাংকের ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০১৬: ডিজিটাল ডিভিডেন্ডস’ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিশ্বব্যাংক বিপুলসংখ্যক এই মানুষজনকে ‘অফলাইন’ জনগোষ্ঠী হিসেবে বর্ণনা করেছে।
# প্রতিবেদন অনুযায়ী ইন্টারনেট ব্যবহার সুবিধায় সবচেয়ে বঞ্চিত ভারতের জনগণ। দেশটির ১০৬ কোটি লোকের ইন্টারনেট সুবিধা নেই।
# বাংলাদেশের ওপরে আছে চীন, ইন্দোনেশিয়া ও পাকিস্তান।
# বিশ্ব ব্যাংকের হিসাবে, বিশ্বে বর্তমানে ৩২০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।
# প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি। কিন্তু তাদের সিংহভাগের ইন্টারনেট সুবিধা নেই।
# প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি খাত থেকে যে কর্মসংস্থান হয়, তা বাংলাদেশের মোট কর্মসংস্থানের আধা শতাংশেরও কম।
# ২০২১ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) আইসিটি খাতের অবদান ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।