Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১০মে-১৫মে, ২০১৬
16 May 2016
১। সবশেষ হিসেবে দেশের দারিদ্র হার কত?
ক) ২৩ দশমিক ৮ শতাংশ খ) ২৪ দশমিক ৮ শতাংশ গ) ২৫ দশমিক ৮ শতাংশ ঘ) ২৬ দশমিক ৮ শতাংশ
২। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ এর সেরা চলচ্চিত্র কোনটি?
ক) গাড়িওয়ালা খ) নেকাব্বরের মহাপ্রয়াণ গ) এক কাপ চা ঘ) তাঁরকাটা
৩। মেঘমল্লার চলচ্চিত্রের পরিচালক কে?
ক) জাহিদুর রহমান অঞ্জন খ) গাজী রাকায়েত গ) ফরিদুর রেজা সাগর ঘ) হুমায়ূন আহমেদ
৪। মেঘমল্লার চলচ্চিত্রের জন্য সেরা কাহিনীকারের পুরস্কার জিতেছেন কে?
ক) সৈয়দ শামসুল হক খ) আখতারুজ্জামান ইলিয়াস গ) ইমদাদুল হক মিলন ঘ) গাজী রাকায়েত
৫। রেইনকোট গল্পটির লেখক-
ক) হুমায়ূন আহমেদ খ) আনিসুল হক গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
৬। রেইনকোট গল্পটি-
ক) মুক্তিযুদ্ধভিত্তিক খ) সামাজিক গ) ঐতিহাসিক ঘ) কোনটি না
৭। আইসিসির নতুন চেয়ারম্যান কে?
ক) জহির আব্বাস খ) শশাঙ্ক মনোহর গ) নাজমুল হাসান ঘ) অ্যালান আইজ্যাক
৮। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টকে অভিশংসিত ও বরখাস্ত করার পক্ষে ঐ দেশটির আইনসভা রায় দিয়েছে?
ক) আর্জেন্টিনা খ) ব্রাজিল গ) চিলি ঘ) উরুগুয়ে
৯। ফিফার সদস্যসংখ্যা বর্তমানে কতটি?
ক) ২০৮ খ) ২০৯ গ) ২১০ ঘ) ২১১
১০। আন্তর্জাতিক পরিবার দিবস কবে?
ক) ১২ মে খ) ১৩ মে গ) ১৪মে ঘ) ১৫ মে
উ: ১। খ ২। খ ৩। ক ৪। খ ৫। ঘ ৬। ক ৭। খ ৮। খ ৯। ঘ ১০। ঘ