Studypress News
১৫ মে: আন্তর্জাতিক পরিবার দিবস (International Day of Families)
16 May 2016
পরিবার দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হল পারিবারিক বন্ধন টিকিয়ে রাখার মাধ্যমে সামাজিক অগ্রগতি ও জীবনমান উন্নয়নে পরিবারকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৩ সালে ১৫ মে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এ বছর পরিবার দিবসের প্রতিপাদ্য, 'পরিবার, পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং তাদের টেকসই ভবিষ্যৎ' ("Families, healthy lives and sustainable future")। ১৯৯৫ সাল থেকে ১৫ মে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।