Studypress News
১৫ মে: আন্তর্জাতিক পরিবার দিবস (International Day of Families)
16 May 2016

পরিবার দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হল পারিবারিক বন্ধন টিকিয়ে রাখার মাধ্যমে সামাজিক অগ্রগতি ও জীবনমান উন্নয়নে পরিবারকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৩ সালে ১৫ মে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এ বছর পরিবার দিবসের প্রতিপাদ্য, 'পরিবার, পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং তাদের টেকসই ভবিষ্যৎ' ("Families, healthy lives and sustainable future")। ১৯৯৫ সাল থেকে ১৫ মে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
Important News

Highlight of the week
