Studypress News
ফিফার সদস্য সংখ্যা হলো ২১১
14 May 2016
জিব্রাল্টার এবং কসোভো এ দুটি নতুন দেশকে নিয়ে এখন ফিফার সদস্য সংখ্যা হলো ২১১। মেক্সিকোতে গতকাল শুক্রবার শেষ হওয়া ফিফা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ দুটি দেশকে ফিফা সদস্য হিসেবে গ্রহণ করা হয়। এর ফলে এ দুটি দেশ এখন আগামী বিশ্বকাপের বাছাই–প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।
ফিফার ২১১তম সদস্য হিসেবে গ্রহণ করা হয় জিব্রাল্টারকে। এর একটু আগেই ১৪১-২৩ ভোটে জিতে ফিফার ২১০তম সদস্য হয় কসোভো।
ফিফা সম্পর্কে আরো কিছু প্রয়োজনীয় তথ্য:
সংস্থা/সংগঠন : ফিফা
প্রতিষ্ঠাকাল : ২১ মে ১৯০৪
সদর দপ্তর : জুরিখ, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা : ২১১
ফিফা বিশ্বকাপ (ইংরেজি: FIFA World Cup) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফা সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
প্রতিযোগিতাটি দুটি ভাগে বিভক্ত, বাছাই পর্ব ও চুড়ান্ত পর্ব (মূল বিশ্বকাপ)। চুড়ান্ত পর্যায়ে কোন দল খেলবে তা নির্বাচনের জন্য অংশগ্রহনকারী দলগুলোকে বাছাই পর্বে অংশ নিতে হয়। বর্তমানে মূল বিশ্বকাপের আগের তিন বছর ধরে প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বর্তমান ধরন অনুযায়ী ৩২টি জাতীয় দল চুড়ান্ত পর্বে অংশ নেয়। আয়োজক দেশে প্রায় একমাস ধরে এই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা চলে। দর্শক সংখ্যার দিক দিয়ে বিশ্বকাপ মূল পর্ব বিশ্বের বৃহত্তম অনুষ্ঠান। ফিফার হিসেব অনুযায়ী ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেছেন প্রায় ৭১৫.১ মিলিয়ন দর্শক।
সংস্থাপিত ১৯৩০
দলের সংখ্যা ৩২ (চূড়ান্ত পর্ব)
২০৪ (২০১০ সালের বাছাইপর্বে)
বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি (৪র্থ শিরোপা)
সর্বাধিক সফল দল(সমূহ) ব্রাজিল (৫ম শিরোপা)
শীর্ষ গোলদাতা
গোল গোলদাতা
১৬ জার্মানি মিরোস্লাভ ক্লোসা
১৫ ব্রাজিল রোনালদো
১৪ জার্মানি গার্ড মুলার
১৩ ফ্রান্স জাঁ ফতেইন
এ পর্যন্ত অনুষ্ঠিত ১৮টি আসরে কেবল ৭টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে। ৫ বার বিশ্বকাপ জিতে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপের সফলতম দল। বর্তমান শিরোপাধারী ইতালি এবং জার্মানি ৪টি শিরোপা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যান্যদের মধ্যে উরুগুয়ে (প্রথম বিশ্বকাপ জয়ী) ও আর্জেন্টিনা দু’বার করে এবং ইংল্যান্ড ও ফ্রান্স একবার করে শিরোপা জিতেছে।
সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে, ২০১৪ সালে। এই বিশ্বকাপে জার্মানি আর্জেন্টিনাকে ফাইনালে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০১৮ সালে এবং এটির আয়োজন করছে রাশিয়া। ২০২২ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে।
১৯৯১ সাল থেকে ফিফা ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন শুরু করেছে। এটিও সাধারণ বিশ্বকাপের মত চার বছর পর পর অনুষ্ঠিত হয়।
* বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৭৮ তম। *