Studypress News

13th NTRCA School Level Questions and Solutions

13 May 2016

1. Education for all people ___ a mammoth task.

Ans: is

2. Man has no escape ___ death.

Ans: from 

3. Today the world is passing through____ Juncture

Ans: critical

4. The old man can not help __ a cup of tea.

Ans: having

5. There is ____ milk in the bottle.

Ans: very little

6. কলমটি তার-

Ans: He is the owner of the pen.

7. বিনয় মহত্বের ভূষন।

Ans: Modesty is embellishment of greatness

8. কেটলিতে পানি টগবগ করছে।

Ans: The water is simmering in the kettle.

9. ট্রেনটি ঢাকা যাবে।

Ans: The train is bound for Dhaka.

10. The shirt is ___.

Ans: after my taste

11. What is the meaning of 'prior to' ___?

Ans: before

12. The suffering  of the poor man ___.

Ans: beggars description

13. I wish I had seen you before. (Exclamatory)

Had I seen you before!

14. Beside going to the book fair, I bought a number of books. (compound)

Ans: I went to the book fair and and bought a number of books.

15.Do you find your payment too little? (passive)

Ans: Is your payment found too little to you? 

16. There is little milk in the glass. (Interrogative)

Ans: Is there any milk in the glass?

17. I know him better than you.(positive)

Ans: You do not know him as well I know him

18. I am sure he (pass) the examination.

Ans: will pass

19. Walk carefully lest___.

Ans: you should stumble

20. People (talk) his courage even after his death.

Ans: talk of

21. Three-fourth of the work __ finished.

Ans: has been

22. We felt very tired. The word 'tired' used in the sentence is ___.

Ans: Adjective

23. The verb of the word 'beautiful' is-

Ans: beautify

24. The synonym of the word 'huge' is-

Ans: colossal

25. The Antonym of the word 'unique' is- 

Ans: Common

26. ছয়টি ক্রমিক পুর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল –

Ans: ৩৬
27. এক নটিক্যাল মাইল সমান –

Ans: ১৮৫৩.১৮ মিটার

28. দুইটি সংখ্যার ল.সা.গু a এবং গ.সা.গু b । একটি সংখ্যা c হলে, অপরটি –

Ans: ab/c

29. একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকায় বিক্রি করলে লাভ –

Ans: ২৫%

30. ১০০ টাকা ৫ বছরের সুদে-আসলে ২০০ টাকা হলে, সুদের হার –

Ans: ২০%

31. নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট ? 

Ans: ৩/৫

32. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে লোক লাগবে –

Ans: ৩০০ জন

33. ৩ বছর পূর্বে মা এবং মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত –

Ans: ৭ঃ২

34. একটি সংখ্যার ৫ গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং ৬ বিয়োগ করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি –

Ans: ২ অথবা ৩

35. প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় –

Ans: ৫.৫০

36. A:b = 4:5 এবং b:c = 6:7 হলে, a:b:c = ?

Ans: 24:30:35

37. Log2√520 এর মান –

Ans: 2

38. (a-b)/ab + (b-c)/bc + (c – a)/ca এর মান –

Ans: 0

39. 82x+3 = 23x+6 হলে, x এর মান –

Ans: -1

40. X – 1/x = 3  হলে, (x4 + 1)/x2এর মান –

Ans: 11

41. x >y  এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক?

Ans: xz < yz 


42. a = 2b = 3c  এবং abc = 36  হলে, c এর মান

Ans: 2

43. 3x^3 + 2x^2 – 21x – 20  রাশিটির একটি উৎপাদক


Ans: x+1


44. X+y = 3, x-y = 1হলে, 4xy এর মান


Ans: 8


45. সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয়


Ans: 55^0, 35^0


46. একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত ২ঃ৩ঃ৫। এর বৃহত্তম কোণটি


Ans: 900


47. ABCD সামান্তরিকের AB = 12 সে.মি এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 6 সে.মি


সামন্তরিকের ক্ষেত্রফল


Ans: ৭২ বর্গ সে.মি


48. সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল


Ans: 3√3 বর্গ একক


49. বৃত্তের ব্যাস গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে


Ans:


50. ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উতপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল


Ans: 3600

৫১. বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? 


Ans: ২টি 


৫২.গারো পাহাড় কোন জেলায় অবস্থিত ? 


Ans: ময়মনসিংহ  


৫৩. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিউট কোথায় অবস্থিত 


Ans: ফরিদপুরে 


৫৪. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে? 


Ans: দিনাজপুরে(নিশ্চিত না)


৫৫. বাংলাদেশ কমনওয়েলথ এর কত তম সদস্য রাষ্ট্র? 


Ans: ৩২ তম (সঠিক উত্তর নেই) 


৫৬. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে? 


Ans: ষাট গম্বুজ মসজিদ


৫৭. সুইফট কোডের সংখ্যা কত?


Ans: ৮ 


৫৮. HTML এর পূর্ণরুপ কি? 

Ans : HYPER TEXT Mark Up Language 

৫৯. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? 

Ans: সম্রাট আকবর 

৬০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

Ans: হামিদুর রহমান

৬১. মালেশিয়ার মুদ্রার নাম কি? 

Ans: রিংগিত 

৬২. হিউম্যান পেপিলোমা কি? 

Ans: ভাইরাস 

৬৩. নিরাপদ মাতৃত্ব দিবস কবে?

Ans: ২৮ মে 

৬৪. ইনসুলিন কে আবিষ্কার করেন? 

Ans: ফ্রেডরিক বেন্টিং (সঠিক উত্তর নেই )

৬৫. টেস্ট ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করেন কে? 

Ans: ব্রেন্ডন ম্যাককালাম 

৬৬. মহাকর্ষীয় তরঙ্গের আবিস্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি

Ans: বরগুনা 

৬৭. বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কত তম? 

Ans: চতুর্থ 

৬৮.  কোন জেলাকে শস্যভান্ডার বলা হয়? 

Ans:বরিশাল

৬৯.  ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে? 

Ans: ১৭ই নভেম্বর ১৯৯৯

৭০. কিসের অভাবে গলগন্ড রোগ হয়

Ans: আয়োডিন 

৭১. লাল গ্রহ কাকে বলা হয়? 

Ans: মঙ্গল 

৭২. এপিকালচার কি? 

Ans: মৌমাছি পালন বিদ্যা 

৭৩. সিস্মগ্রাফ কি? 

Ans: ভুমিকম্প মাপন যন্ত্র 

৭৪. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? 

Ans: ভারত 

৭৫. আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা কে? 

Ans: জহির রায়হান 

৭৬. কোন বানানটি শুদ্ধ?

Ans: পোশাক 

৭৭. কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই? 

Ans: হাইফেন 

৭৮. কোন বানানটি শুদ্ধ ?

Ans: বিভীষিকা 

৭৯. আলালী বা হুতোমি ভাষা বলা হয় কোনটিকে? 

Ans: চলিত ভাষা 

৮০.দুহিতার বিপরীত শব্দ কোনটি? 

Ans: পুত্র

৮১। Autonomous শব্দের অর্থ?

Ans: স্বায়ত্তশাসিত 

৮২। জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি?

Ans: অর্ধাঙ্গী 

৮৩। ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি

Ans: চতু:+পদ

৮৪। সিংহপুরুষ কোন সমাস?

Ans: উপমিত কর্মধারয় 

৮৫। মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

Ans: মনু+ষ্ণ 

৮৬। যে উপকারীর অপকার করে?

Ans: কৃতঘ্ন 

৮৭। ‘পাপে বিরত থাকো’-কোন কারকে কোন বিভক্তি

Ans: অপাদান কারকে সপ্তমী বিভক্তি

৮৮। Edition শব্দের অর্থ-

Ans: সংস্করণ 

৮৯। রাত্রি শব্দের সমার্থক নয় কোনটি?

Ans: ভানু 

৯০। পূর্বে ছিল এখন নেই-বাক্য সংকোচন কোনটি?

Ans: ভূতপূর্ব

৯১। ‘কেতা দূরস্ত’ বাগধারার অর্থ কী?

Ans: পরিপাটী

৯২। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়

Ans: ধ্বনিতত্ত্বে

৯৩। বাংলা ভাষায় যতি চিহ্ণের প্রচলন করেন কে?

Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৯৪। ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

Ans: মহৎ+ইমন 

৯৫। আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি?

Ans: তিরোভাব 

৯৬। দহরম মহরমের বিপরীত বাগধারা কোনটি?

Ans: অহিনকুল

৯৭। নিচের কোনটি শুদ্ধ বানান?

Ans: ন্যূনতম 

৯৮। সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি?

উ: উগ্র

৯৯। ‘ডাক্তার ডাক’-কোন কারকে কোন বিভক্তি?

Ans:কর্ম কারকে শূন্য বিভক্তি

১০০। মৌমাছি কোন সমাস?

Ans: কর্মধারয় সমাস