Studypress News

১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (কলেজ) - ২০১৬ এর প্রশ্ন ও সমাধান

13 May 2016

1. 1 + 5 + 9 + ………….. + 81 =?

Ans: 861

2. বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায়?

Ans: ২ টি

3. সে. মি. এককে নিচের কোন বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব?

Ans: ২,৪,৮

4. একটি সরল রেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ ?

Ans: ১৬

5. বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে?

Ans: ব্যাস

6. নিচের কোনটি মৌলিক সংখ্যা?

Ans: ৫৯

7. 5x + 5x + 5x + 5x + 5x = কত?

Ans: 5x+1

8. Log2(1/64) এর মান কত?

Ans: -6

9. যদি x2 + 1/x2 = 38 হয়, তবে x – 1/x = ?

Ans: +-6

10. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

Ans: ১০%

11. যদি সেলফোনের পূর্বের কলরেট ও বর্তমান কলরেটের অনুপাত 5:3 হয়, তবে পূর্বের কলরেটের তুলনায় বর্তমান কলরেট শতকরা কত হ্রাস পেয়েছে?

Ans: 40%

12.এক ব্যক্তি ২৪০ টাকায় কতগুলো পেন্সিল কিনে দেখল যে, যদি সে একটি পেন্সিল বেশী পেত তাহলে প্রতিটি পেন্সিলের মূল্য ১ টাকা কম হত। ঐ ব্যক্তি কতটি পেন্সিল কিনেছিল?

Ans: ১৫ টি

13. একই সুদে ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৪০০ টাকা হলে সুদের হার কত?

Ans: ৮%

14. একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হল । বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশী হলে ৫% লাভ হয় । বইটির ক্রয়মূল্য কত?

Ans: ৩০০ টাকা

15. একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে । বাঁশটির সম্পুর্ণ দৈর্ঘ্য কত?

Ans: ২০ মি.

16. বিশেষ ক্রমানুসারে সাজানো ২, ৩, ৫, ৯, ১৭ ,_________ ধারাটির পরবর্তী সংখ্যা কত?

Ans: ৩৩

17. ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

Ans: 90001

18. ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

Ans: ২৫

19.একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয় । সংখ্যারটি কত?

Ans: ১০

20. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, এর ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে পরিসীমা কত?

Ans: ৮০ মিটার

21. ১৮ফুট উঁচু একটি গাছ এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০০কোণ উৎপন্ন করল/ গাছটি মাটি থেকে কত উঁচুতে ভেঙ্গেছিল?

Ans: ৬ ফুট

22.একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ১০ সে.মি এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ৪৫০ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি ?

Ans: @@25√ 2

23. 3 cm, 4 cm এবং 5 cm ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাসার্ধ কত?

Ans: 6 cm

24.একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?

Ans: 16 বর্গ একক

25. দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180oহলে একটিকে অপরটির কি কোণ বলে?

Ans: সম্পূরক কোণ

২৬। সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?

উ: ধর্মপাল

২৭। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি?

উ: হান্টার কমিশন

২৮। পারকী সমুদ্রসৈকত কোথায় অবস্থিত?

উ: চট্টগ্রাম

২৯। বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে-

উ: সিয়েরালিওন

৩০। বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন কত সালে?

উ: ১৯৬৬ সালে

৩১। ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন?

ধীরেন্দ্রনাথ দত্ত

৩২। সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায়?

উ: শ্যালা

৩৩। উয়ারি-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে?

উ: নরসিংদী

৩৪। সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায়-

উ: ৮ মিনিট (সাড়ে ৮ মিনিট)

৩৫। বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?

উ: ১৭৫ জন

৩৬। বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায় অবস্থিত?

উ: আগারগাঁও

৩৭। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন-

উ: এটর্নি জেনারেল

৩৮। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারী?

উ: তামিম

৩৯। সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে?

উ: ট্রিম্যান

৪০। বাংলাদেশে প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টা কোথায় অবস্থিত?

উ: চট্টগ্রাম

৪১। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ “অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে?

উ: চীনা

৪২। সম্প্রতি নাসায় (NASA) কর্মরত কোন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন?

উ: রুবাব খান

৪৩। বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয়-

উ: সিলেটের মালানী ছড়ায়

৪৪। ডাউন সিনড্রোম বলতে বুঝানো হয়-

উ: গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ

৪৫। তৎকালীন পাকিস্তানে শিক্ষা আন্দোলন হয় কত সালে?

উ: ১৯৬২ সালে

৪৬। বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল?

উ: ১১১টি

৪৭। বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী-

উ: কার্বন মনোক্সাইড

৪৮। জিকা ভাইরাস কোন দেশে সর্বপ্রথম ছড়ায়?

উ: ব্রাজিল

৪৯। মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিতকণিকার অনুপাত-

উ: ১:৭০০

৫০। ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত সালে?

উ: ২০০৪ সালে

৫১। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?

উ: গৌড়ীয় প্রাকৃত

৫২। কোনটি মৌলিক স্বরধ্বনি?

উ: এ

৫৩। বাংলা ভাষারীতির কয়টি রূপ?

উ: দুইটি

৫৪। ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

উ: ষষ্+থ

৫৫। নিচের কোনটি যোগরূঢ় শব্দ?

উ: পঙ্কজ

৫৬। ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?

উ: সাধু

৫৭। কোনটি ওষ্ঠ্য ধ্বনি?

উ: ভ, ম

৫৮। চন্দ্রের প্রতিশব্দ নয়-

উ: সবিতা

৫৯। কোন বানানটি শুদ্ধ?

উ: মুমূর্ষু

৬০। কোনটি তৎপুরুষ সমাস?

উ: মধুমাখা

৬১। ‘পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন’-এখানে ‘নীড়’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উ: আশ্রয়

৬২। শুদ্ধ বানান কোনটি?

উ: প্রাণিকুল

৬৩। ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?

উ: নিরেট মূর্খ

৬৪। কোনগুলো দন্ত্যধ্বনি?

উ: ত থ দ ধ

৬৫। কোনটি দেশি শব্দ?

উ: কুলা

৬৬। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

উ: লাফ>ফাল

৬৭। পতাকা এর সমার্থক শব্দ কোনটি?

উ: কেতন

৬৮। নয়ন শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-

উ: নে+অন

৬৯। বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ণ থাকলে কতক্ষণ থামতে হয়?

উ: এক সেকেন্ড

৭০। ‘অলীক’ এর বিপরীত শব্দ-

উ: বাস্তব

৭১। ‘পড়ায় আমার মন বসে না’-এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি?

উ: অধিকরণ কারকে ৭মী বিভক্তি

৭২। কোনটি দ্বিগু সমাস?

উ: সপ্তাহ

৭৩। ‘নদী’ এর সমার্থক শব্দ কোনটি?

উ: সরিৎ

৭৪। নাদ শব্দের অর্থ কি?

উ: সিংহের ডাক

৭৫। অনুবাদ কত প্রকার?

উ: ২ প্রকার

 

​76. What is the phural of ‘Magus’?

Ans:  Magi

77. What is the verb form of ‘Power’?

Ans: Empower

78. Find out the correct sentence-

He insisted on my going to cinema///He insisted me to go to cinema///He insisted in my going to cinema///He insisted for my going to cinema

Ans: He insisted on my going to cinema

79. Which one is the correct passive form of the sentence ___’ He satisfied everybody.’?

Ans: Everybody was satisfied with him

80. What is the synonym of the word “Repress”?

Ans: Control

81. He talks as though-

Ans: he were a child.

82. What is the antonym of the word ‘Compulsory’?

Ans: Voluntary

83. What is the noun of the word ‘Confess’?

Ans: Confession

84. ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে’ – the correct translation of this sentence is—

Ans: It has been raining since morning (appropriate is: drizzling)

85. ‘Black and blue’ means-

Ans: mercilessly

86. ‘He acted on my advice’ – complex form of this sentence is __

Ans: He acted as I advised him .

87. The word ‘Lunar’ is related to ----

Ans: Moon

88. ‘Maiden speech’ means-

Ans: The first speech

89. The girl was reclining ___ the couch.

Ans: on

90. Choose the correct sentence:

If he works hard, he succeeds.///If he works hard, he will succeed. /// If he would work hard, he will succeeded. ///If he worked hard, he succeeded.

Ans: If he works hard, he will succeed.

91. He went to bed after ___

Ans: he had learnt his lessons.

92. ‘A bolt from the blue’ means-

Ans: An unexpected calamity

93. The antonym of the word “Benign” is-

Ans: Malignant

94. ‘তাকে তিরস্কার করা হয়েছিল’ এর শুদ্ধ ইংরেজি কি?

Ans: He was dishonored 

95. We helped him ___ the work.

Ans: finish

96. He fought ____ to defeat the enemy.

Ans: Tooth and nail

97. Had I been a king, I __

Ans: would have helped the poor.

98. Choose the correct synonym for ‘Extempore’

Ans: Impromptu

99. When you make a promise, you must not go ___ on it.

Ans: back

100. What type of man is quite the opposite type of ‘Supercilious’?

Ans: Affable

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ