Studypress News
কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ
13 May 2016

কর কমিশনারের কার্যালয়ে (কর অঞ্চল কুমিল্লা) ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে লোকবল নিয়োগ দেয়া হবে। বিস্তারিতঃ
পদের সঙ্খাঃ ১২
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এইচ এস সি
বয়সঃ ১৮-৩০
অভিজ্ঞতাঃ কম্পিউটার চালনায় অভিজ্ঞ ও টাইপিং স্পিড বাংলা ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
বেতনঃ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টকা
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেনঃ চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী
আবেদনের ঠিকানাঃ আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফরম পূরন করে,
কর কমিশনার, কর অঞ্চল কুমিল্লা
বাড়ি নম্বরঃ ০০৪৫১৯ কর ভবন, নজরুল অ্যাভিনিউ,
কান্দিরপাড়, কুমিল্লা - ৩৫০০, এর বরাবরে অত্র লার্যালয়ের সংরক্ষিত বক্সে অথবা উক্ত ঠিকানায় সাধারণ ডাক যোগে পাঠাতে হবে।
আবেদন পত্রের সঙ্গে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত প্রার্থীর সাম্প্রতিক কালের চার কপি পাসপোর্ট সাইজের ছবি ও পরীক্ষার ফি বাবদ উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন) , কর অঞ্চল কুমিল্লা বরাবর কোড নম্বর ১১৪১- ০১৩০- ২০৩১ তে ১০০ টাকা (অফেরতযোগ্য) ট্রেজারি চালানের মাধ্যমে জমা করে উক্ত চালানের ফুল কপু সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ ৩০ মে, ২০১৬
Important News

Highlight of the week
