Studypress News
১৪০০ খন্ডকালীন কর্মী নিয়োগ দেবে আড়ং
13 May 2016

আগামী ঈদ উল ফিতরকে সামনে রেখে ১৪০০ খন্ডকালীন কর্মী নিয়োগ দেবে আড়ং। আবেদনকারীদের মধ্যে পুরুষদের তুলনায় নারীদের অগ্রাদিকার দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এইচ এস সি (সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই সুন্দর বাচনধর্মী, স্মার্ট ও ধৈর্যশীল হতে হবে।
বয়সঃ ১৮-২৫
আবেদন করার জন্য আবেদনকারীকে আড়ং এর যেকোন আউটলেট এ অথবা তেজগাঁওয়ে আড়ং এর হেড অফিসে পূর্ণ জীবন বৃত্তান্ত দিতে হবে।
জীবন বৃত্তান্ত পাঠানোর ঠিকানাঃ
বরাবর,
সিনিয়র ম্যানেজার,
মানবসম্পদ বিভাগ,
আড়ং, আড়ং সেন্টার,
তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ঢাকা - ১২০৮
ইমেল এর মাধ্যমে জীবন বৃত্তান্ত পাঠিয়েও আবেদন করা যাবে।
ই-মেইল এড্রেসঃ carrer.aarong@brack.net
আবেদনের শেষ তারিখ ঃ ৫ জুন ২০১৬
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
আড়ং সেন্টার
৩৪৬ তেজগাঁও বানিজ্যিক এলাকা,
ঢাকা ১২০৮
Important News

Highlight of the week
