Studypress News

মরক্কোর আল কারাওইন বিশ্ববিদ্যালয় (University of Al Quaraouiyine) বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়

13 May 2016

মরক্কোর ফেজে অবস্থিত আল কারাওইন বিশ্ববিদ্যালয় জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (United Nations Educational, Scientific and Cultural Organization) বা ইউনেস্কো (UNESCO)-এর ঘোষণা মতে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। ৮৫৯ খ্রিস্টাব্দে ফাতিমা আল-ফিহরি এটি প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে এটি মুসলিম বিশ্বের শীর্ষ আধ্যাত্মিক ও শিক্ষা কেন্দ্রে পরিণত হয়। মধ্যযুগে মুসলিম বিশ্ব ও ইউরোপের মধ্যে সাংস্কৃতিক ও জ্ঞান বিনিময়ে কারাওইনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়টির ছাত্র বা শিক্ষক ছিলেন ইবনে মাইমুন (১১৩৫-১২০৪), আল-ইদ্রিসি (মৃত ১১৬৬), ইবনে আরাবি (১১৬৫-১২৪০), ইবনে খালদুন (১৩৩২-১৩৯৫), ইবনে খতিব, আল-বিতরুজি (অ্যালপে ট্রেজিয়াম), ইবনে হিরজিহিম ও আল ওয়্যাজ্জেন। ১৩৪৯ সালে সুলতান আবু ইনান ফ্যাবিস বিশ্ববিদ্যালয়টিতে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। অসংখ্য মূল্যবান পাণ্ডুলিপি রাখা হয় এখানে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে যেসব মূল্যবান পাণ্ডুলিপি রয়েছে, সেগুলোর মধ্যে আছে : হরিণের চামড়ার ওপর ইমাম মালেক (রহ.)-এর লেখা মুয়াত্তার পাণ্ডুলিপি, ১৬০২ সালে সুলতান আহমাদ আল মনসুরের দেওয়া কোরআনের কপি, সিরাতে ইবনে ইসহাক, ইবনে খালদুনের বই ‘আল-ইবার’-এর মূল কপি। কারাওইনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পড়ানো হতো কোরআন ও ফিকহ (ইসলামী আইনশাস্ত্র), ব্যাকরণ, বক্তৃতাদানবিদ্যা বা অলংকারশাস্ত্র, যুক্তিবিদ্যা, চিকিৎসাবিদ্যা, গণিত, জ্যোতির্বিদ্যা, রসায়নবিদ্যা, ইতিহাস, ভূগোল ও সংগীতবিদ্যা। ১৯৫৬ সালে মরক্কো স্বাধীন হওয়ার পর বাদশাহ পঞ্চম মুহাম্মদ আল কারওইন বিশ্ববিদ্যালয়ে চালু করেন গণিত, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র ও বিদেশি ভাষা শিক্ষার কোর্স। ১৯৬০ সালে বিশ্ববিদ্যালয়টির ১১০০তম বর্ষপূর্তি ঘটে। ১৯৬৩ সালে কারাওইন বিশ্ববিদ্যালয় মরক্কোর আধুনিক বিশ্ববিদ্যালয় পদ্ধতির সাথে যুক্ত হয়।