Studypress News
ক্ষমতা হারাচ্ছেন ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রুসেফ
12 May 2016
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফকে অভিশংসিত ও বরখাস্ত করার পক্ষে রায় দিয়েছে দেশটির আইনসভার উচ্চকক্ষ বা সিনেট। এখন বিচারের মুখোমুখি হতে হবে তাঁকে। অভিযোগ রয়েছে ২০১৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার আগে প্রেসিডেন্ট রুসেফ অবৈধভাবে আর্থিক সাফল্যের ব্যাপারে মিথ্যা হিসাব দেখিয়েছেন বলে। রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানির একটি বড় দুর্নীতিতে নাম এসেছে দিলমার। এ ছাড়া বড় ধরনের অর্থনৈতিক ধসের জন্যও তাঁর সরকারকে দায়ী করছেন বিরোধীরা। বিবিসির জানিয়েছে, সিনেটের ভোটাভুটিতে রুসেফের পক্ষে ২২ ভোট পড়লেও বিপক্ষে পড়ে ৫৫ ভোট। সিনেটের এই রায়ের ফলে বিচারের মুখোমুখি হলেন দিলমা রুসেফ। এই বিচারপ্রক্রিয়া ১৮০ দিন চলবে। ৫ আগস্ট থেকে রিও ডি জেনিরোতে শুরু হওয়া অলিম্পিক গেমসের সময় বরখাস্ত থাকবেন তিনি। বিচার চলাকালে ছয় মাস ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।