Studypress News

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ প্রদান

11 May 2016

সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেকাব্বরের মহাপ্রয়ান। আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেতা সৈয়দ হাসান ইমাম ও অভিনেত্রী রানী সরকারকে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬টি ক্যাটাগরিতে ২৯ জনের হাতে পদক, অর্থের চেক ও মেডেল তুলে দেন।

শ্রেষ্ঠ চলচ্চিত্র: নেকাব্বারের মহা প্রয়াণ

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: গাড়িওয়ালা

শ্রেষ্ঠ পরিচালক: জাহিদুর রহিম অঞ্জন (মেঘমল্লার)

শ্রেষ্ঠ কাহিনীকার: আখতারুজ্জামান ইলিয়াস (মেঘমল্লার)

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে ফেরদৌস আহমেদ (এক কাপ চা)

শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে (যৌথভাবে) মৌসুমী (তাঁরকাটা) ও বিদ্যা সিনহা মিম (জোনাকির আলো)

শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব-চরিত্র:) শাহ মো. এজাজুল ইসলাম (তাঁরকাটা)

 শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব-চরিত্র): চিত্রলেখা গুহ (৭১ এর মা জননী)।

শ্রেষ্ঠ শিশু শিল্পী: আবির হোসেন অংকন (বৈষম্য)

শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: মারজান হোসাইন জারা (মেঘমল্লার)।

এক নজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার:

# ১৯৭৫ সাল থেকে এই পুরস্কারটি প্রদান করা হচ্ছে।

# এর আগে আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হতো না, এটি ২০০৯ সালেই প্রথম চালু করা হয়।

# বাংলাদেশ সরকার চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তিবিশেষকে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে থাকে।

# ১৯৮১ সালে কোন পুরস্কার দেয়া হয়নি কারণ জুরি বোর্ড কোন চলচ্চিত্রকে পুরস্কার পাওয়ার যোগ্য মনে করেনি।

# ২০০৮ সালে সরকার একসাথে ৪ বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করে (২০০৪, ২০০৫, ২০০৬ ও ২০০৭)।