Studypress News
সবশেষ হিসাবে দেশের দারিদ্র্য হার ২৪ দশমিক ৮ শতাংশ: একনেক
10 May 2016
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আগামী জুনে দেশের দারিদ্র্য হার ২৩ শতাংশে নেমে আসবে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশ হিসাব করার পর এই দারিদ্র্য হার হবে। তিনি জানিয়েছেন, সবশেষ হিসাবে দেশের দারিদ্র্য হার ছিল ২৪ দশমিক ৮ শতাংশ।
একনেক সভায় ৫ হাজার ৭২৭ কোটি টাকার মোট সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
# ১ হাজার ৪১৭ কোটি টাকার সিলেট বিভাগ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণ এবং বিআরইবির সদর দপ্তরের ভৌত সুবিধাদির উন্নয়ন।
# ৩০৪ কোটি টাকার প্রো-পুওর স্লাম ইন্টিগ্রেশন প্রজেক্ট। ১৬৬ কোটি টাকার মংলা বন্দর থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত পশুর চ্যানেল ক্যাপিটাল ড্রেজিং।
# ১০৮ কোটি টাকার ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ।
# ২০৯ কোটি টাকার মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা জেলার চরফ্যাশন পৌর শহর এলাকা সংরক্ষণ।
# ১২২ কোটি টাকার বাংলাদেশ স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দী ভবন নির্মাণ। # ৩ হাজার ৪০০ কোটি টাকার সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস অ্যানহ্যান্সমেন্ট।