Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ৬মে-৯মে, ২০১৬
10 May 2016
১। প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদমিয়া কবে জন্মগ্রহণ কবেন?
ক। ১৯৪১ সালের ১৬ ফেব্রুয়ারি খ। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি গ। ১৯৪৩ সালের ১৬ ফেব্রুয়ারি
ঘ। ১৯৪০ সালের ১৬ ফেব্রুয়ারি
২। ড.ওয়াজেদ মিয়া কবে মৃত্যুবরণ করেন?
ক। ২০০৭ সালের ৯মে খ। ২০০৮ সালের ৯মে গ। ২০০৯ সালের ৯মে ঘ। ২০১০ সালের ৯মে
৩। বর্তমানে বাংলাদেশে কয়টি সরকারি ও স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে?
ক। ৩৭ খ। ৩৮ গ। ৩৯ ঘ। ৪০
৪। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় হচ্ছে?
ক। শাহজাদপুরে খ। শিলাইদল গ। পতিসর ঘ। কোনটি নয়
৫। বাংলাদেশের মোট উপজেলা কয়টি?
ক। ৪৮৯ খ। ৪৯০ গ। ৪৮৮ ঘ। ৪৮৭
৬। বাংলাদেশের সর্বশেষ উপজেলা কোনটি?
ক। কর্ণফুলী খ। উসমানীনগর গ। গুইমারা ঘ। কোনটি নয়
৭। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?
ক। ৫মে খ। ৬মে গ। ৭মে ঘ। ৮মে
৮। অ্যানিমিয়া কি?
ক। রক্তে অক্সিজেন স্বল্পতা খ। রক্তে লবণ স্বল্পতা গ। রক্তের প্লাটিলেট কমে যাওয়া ঘ। কোনটি না
৯। লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন কে?
ক। সাদিক খান খ। মোহাম্মদ আসিফ গ। সেলিম খান ঘ। সাবিকা খান
১০। কোন দেশ মার্কিন ডলারের মূল্যমানের বন্ড নোট চালু করছে?
ক। গ্রিস খ। ইরাক গ। জিম্বাবুয়ে ঘ। ব্রাজিল
উ: ১। খ ২। গ ৩। খ ৪। ক ৫। খ (কর্ণফুলীসহ) ৬। ক ৭। ঘ ৮। ক ৯। ক ১০। গ