Studypress News

ক্যালকুলেটর ছাড়াই অংক করুন-৫

10 May 2016

১০০ এর চেয়ে  বড় এমন সংখ্যার গুণফল বের করুন গুণ করা ছাড়াই।

উদাহরণ ১।

১০৯ ×১০৭=?

ধাপ ১।

প্রথমে সংখ্যা দুটি ১০০ থেকে কত নির্ণয় করুন। ১০৯, ১০০ থেকে ৯ বড়। ১০৭, ১০০ থেকে ৭ বড়।

ধাপ ২।

৭ ও ৯ গুণ করুন। ৭×৯=৬৩। ৬৩ লিখে রাখুন।

ধাপ ৩।

৭ ও ৯ যোগ করুন। ৭+৯=১৬।

ধাপ ৪।

১৬ এর সাথে ১০০ যোগ করুন। ১০০+১৬=১১৬।

 

নির্ণেয় গুণফল, ১১৬৬৩

 

উদাহরণ ২।

১০২×১০৮=?

ধাপ ১। সংখ্যা দুটি ১০০ থেকে কত সেটি নির্ণয় করুন। ১০২, ১০০ থেকে ২ বেশি। ১০৮, ১০০ থেকে ৮ বেশি।

ধাপ ২।

২ ও ৮ গুণ করুন। ২×৮=১৬।

ধাপ ৩।

২ ও ৮ যোগ করুন। ২+৮=১০।

ধাপ ৪।

১০০ এর সাথে ১গ যোগ করুন। ১০০+১০=১১০

নির্ণেয় গুণফল, ১১০১৬

উদাহরণ ৩।

১১৩×১০৩=?

ধাপ ১।

সংখ্যা দুটি ১০০ এর চেয়ে কত বড় সেটা বের করুন। প্রথম সংখ্যাটি ১০০ এর চেয়ে ১৩ ও দ্বিতীয় সংখ্যাটি ১০০ এর চেয়ে ৩ বেশি।

ধাপ ২।

১৩ ও ৩ গুণ করুন। ১৩×৩=৩৯।

ধাপ ৩।

এবার ১৩ ও ৩ যোগ করুন। ১৩+৩=১৬।

ধাপ ৪।

১৬ এর সাথে ১০০ যোগ করুন। ১০০+১৬=১১৬

নির্ণেয় গুণফল: ১১৬৩৯

উদাহরণ ৪।

১১৯×১০৮=?

ধাপ ১।

সংখ্যা দুটি ১০০ এর চেয়ে কত বেশি সেটা বের করুন। প্রথম সংখ্যাটি ১০০ থেকে ১৯ বড় দ্বিতীয় সংখ্যাটি ১০০ থেকে ৮ বড়।

ধাপ ২।

এবার ১৯ ও ৮ গুণ করুন। ১৯×৮=১৫২। ৫২ লিখে রাখুন।

ধাপ ৩।

এবার আমাদের যে সংখ্যাগুলো বাড়তি সেগুলো যোগ করতে হবে অর্থাৎ (১৯+৮+১)=২৮

ধাপ ৪।

২৮ এর সাথে ১০০ যোগ করুন; ২৮+১০০=১২৮

তাহলে নির্ণেয় গুণফল, ১২৮৫২