Studypress News
সিরাজগঞ্জের শাহজাদপুরেই হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
09 May 2016

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরেই অবশেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হচ্ছে। চলতি বছর থেকে প্রস্তাবিত সরকারি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনাও রয়েছে সরকারের। গত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকীতে শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’-এর নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে মূল ক্যাম্পাস শাহজাদপুরে রেখে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ ও নওগাঁর পতিসরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থাকার কথা আলোচনায় থাকলেও সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী শুধু শাহজাদপুরে হবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
এক নজরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ:
# বর্তমানে দেশে ৩৮টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে।
# রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি হবে দেশের ৩৯তম সরকারি বিশ্ববিদ্যালয়।
# বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মাধ্যম হবে বাংলা। তবে ক্ষেত্রবিশেষে ইংরেজির ব্যবহার করা যাবে।
#এটি সাধারণ বিশ্ববিদ্যালয় হলেও এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও দর্শন, সাহিত্য ও সংগীত এবং বিশ্বসংস্কৃতি বিষয়ে অধ্যয়ন ও গবেষণা করা হবে।
#এ ছাড়া কলা, সংগীত ও নৃত্য, চারুকলা, নাট্যকলা, সামাজিক বিজ্ঞান, কৃষি ও সমবায়, ব্যবসায় প্রশাসন, আইন, বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিসহ নতুন কিছু বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হবে।
Important News

Highlight of the week
