Studypress News
৮মে: বিশ্ব থ্যালাসেমিয়া দিবস
09 May 2016
বাংলাদেশে এবছর দিবসটির প্রতিপাদ্য ‘নিশ্চিত হোক নিরাপদ ও কার্যকর ঔষধ।’ থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। এ রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি দেখা দেয়। রক্তে স্বাভাবিক হিমোগ্লোবিন কম থাকলে থ্যালাসেমিয়া হয়। এর ফলে রক্তস্বল্পতা দেখা দিতে পারে। থ্যালাসেমিয়ার ফলে মানুষ সাধারণত রক্তে অক্সিজেন স্বল্পতা বা অ্যানিমিয়াতে ভুগে থাকেন। অ্যানিমিয়ার ফলে অবসাদগ্রস্থতা থেকে শুরু করে অঙ্গহানি ঘটতে পারে। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় দেড় কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক। প্রতি বছর প্রায় ১৫ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে