Studypress News

আদ্-দীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ

06 May 2016

দ্-দীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল(মগবাজার)-এ অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক পদে লোক নিয়োগ দেয়া হবে।

বিভাগঅ্যানাটমি/ ফিজিওলজি/ বায়োকেমিস্ট্রি/ প্যাথলজি/ ফার্মাকোলজি/ কমিউনিটি মেডিসিন/ মেডিসিন/ নিওরোমেডিসিন/ চর্মরোগ/ সাইকিয়াট্রি/ পেডিয়াট্রিক/ শিশু সার্জারি/ সার্জারি/ গাইনি/ অফথালমোলজি/ ইএনটি/ কার্ডিওলজি/ এ্যানেসথেসিওলজি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস/ এমফিল/ এমডি/ এমপিএইচ/ এফসিপিএস/ এমএস বা সমমানের ডিগ্রি। প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞ ডিপ্লোমা ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।


আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের ২ কপি ছবি, জীবনবৃত্তান্ত (ফোন নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতার সনদ, পদ ও কর্মস্থান উল্লেখপূর্বক আবেদনপত্র এবং খামের ওপর দ ও কর্মস্থান উল্লেখ করে নির্বাহী পরিচালক, করপোরেট অফিস, ৭ম তলা আদ্-দীন ফাউন্ডেশন, ২ বড় মগবাজার, ঢাকা ১২১৭ এই ঠিকানায় পাঠাতে হবে।
 

আবেদনের শেষ তারিখ: ১২ মে ২০১৬।
 

সূত্র: ২৭ এপ্রিল প্রথম আলো পৃ. ১২।