Studypress News
পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে প্রভাষক নিয়োগ
06 May 2016
পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে ডিগ্রি (পাশ) কোর্স ও অনার্স কোর্স খোলার নিমিত্তে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মেতাবেক উল্লেখিত পদ ও বিষয় সমূহের জন্য প্রভাষক নিয়োগ দেয়া হবে।
মোট পদ সংখ্যাঃ ২৮
বাংলা - ০২
ইংরেজী - ০২
রাষ্ট্রবিজ্ঞান - ০২
অর্থনীতি - ০২
দর্শন - ০২
ইসলাম ইতিহাস - ০৬
হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা - ০৬
সমাজকর্ম - ০৬
শিক্ষাগত যোগ্যতাঃ সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মেতাবেক।
চাকরীর স্থানঃ কুমিল্লা
আবেদনের নিয়মাবলিঃ ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্ব সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি (সত্যায়িত) ও মোবাইল নাম্বার সহ, অধ্যক্ষ বরাবর দরখাস্ত আহ্বান করা গেল। আবেদনকারীকে খামের উপরে অবশ্যই বিষয়ের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ ১৯ মে, ২০১৬