Studypress News

মার্কিন ডলারের মূল্যমানের বন্ড নোট চালু করছে জিম্বাবুয়ে

06 May 2016

ভয়াবহ আর্থিক সংকট কাটাতে মার্কিন ডলারের মূল্যমানের বন্ড নোট চালু করছে জিম্বাবুয়ে। নতুন এই বন্ড নোট চালুর জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেবে আফ্রিকা এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক।

২ ডলার থেকে শুরু করে ৫, ১০ এবং ২০ ডলারের নোট ছাপানো হবে। এগুলোর মূল্যমান মার্কিন ডলারের সমমানের হবে। অতি মূল্যস্ফীতির কারণে ২০০৯ সালে জিম্বাবুয়ে নিজেদের দেশের মুদ্রা বাতিল করে। এরপর থেকে সেখানে মার্কিন ডলার প্রবর্তন করা হয়। মার্কিন ডলার ব্যবহারে জনগণকে নিরুৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মাঙ্গুদিয়া বলেন, নতুন নোটের নকশা তৈরির কাজ চলছে। দুই মাসের মধ্যে এই নোট বাজারে আসবে।