Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১মে-৫ মে, ২০১৬
05 May 2016
১) মহাকর্ষ তরঙ্গ শনাক্তের জন্য পদার্থবিজ্ঞানের বিশেষ পুরস্কার ব্রেকথ্রু পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কোন দুই বিজ্ঞানী?
ক) সেলিম শাহরিয়ার ও সোমক চৌধুরী খ) সোমক চৌধুরী ও সঞ্জিত মিত্র গ) সঞ্জিত মিত্র ও দীপঙ্কর তালুকদার ঘ) সেলিম শাহরিয়ার ও দীপঙ্কর তালুকদার
২) সম্প্রতি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে কয়টি চুক্তি স্বাক্ষর হয়?
ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয়
৩) আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে কোন দল?
ক) ভারত খ) অস্ট্রেলিয়া গ) নিউজিল্যান্ড ঘ) দক্ষিণ আফ্রিকা
৪) আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৭ম খ) ৮ম গ) ৯ম ঘ) ১০ম
৫) ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত তম?
ক) ১৭৫তম খ) ১৭৬তম গ) ১৭৭তম ঘ) ১৭৮তম
৬) সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনটির মাথাপিছু আয় সবচেয়ে বেশি?
ক) শ্রীলঙ্কা খ) মালদ্বীপ গ) ভারত ঘ) ভুটান
৭) মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?
ক) বাংলাদেশ খ) নেপাল গ) ভারত ঘ) শ্রীলঙ্কা
৮) বিশ্ব ব্যাংকের মতে ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কত হবে?
ক) ৫.৮ শতাংশ খ) ৬.৮ শতাংশ গ) ৫.৯ শতাংশ ঘ) ৬.৯ শতাংশ
৯) ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতেছে কোন ক্লাব?
ক) ম্যানচেস্টার ইউনাইটেড খ) টটেনহ্যাম হটস্পার গ) লেস্টার সিটি ঘ) ম্যানচেস্টার সিটি
১০) পৃথিবীর সবচেয়ে নিচু দেশ কোনটি?
ক) মালদ্বীপ খ) মিয়ানমার গ) বলিভিয়া ঘ) ভ্যাটিকান সিটি
উত্তর: ১। ঘ ২। খ ৩। খ ৪। ক ৫। ঘ ৬। খ ৭। ক ৮। খ ৯। গ ১০। ক