Studypress News
দেশ পরিচিতি: মালদ্বীপ
05 May 2016
ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। দেশটির রাজধানী মালে। মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক এর সদস্য। এটি এক হাজার দুই শ’রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে মালদ্বীপের সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা এক দশমিক পাঁচ মিটার। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে মালদ্বীপের পুরোপুরি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দেশটির অর্থনীতি পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মাছও মালদ্বীপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে এটি এশিয়ার ক্ষুদ্রতম দেশ।
সম্প্রতি দেশটি অবকাঠামো, শিল্প ও মৎস্যসম্পদ খাতে বেশ উন্নতি করেছে। স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতেও তাদের যথেষ্ঠ উন্নতি হয়েছে।
সম্প্রতি রাজনৈতিক সংকটের মধ্যে দিয়েও যেতে হয়েছে দেশটিকে। ২০০৮ সালে কয়েক দশকের স্বৈরশাসনের পর মালদ্বীপে বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ নাশিদ জয়লাভ করেন।
মধ্যযুগে ইবন বতুতা ও অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলকে 'মহাল দিবিয়াত' নামে উল্লেখ করেছেন । আরবীতে মহাল অর্থ প্রাসাদ । বর্তমানে এই নামটিই মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয় ।
# সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপের মাথাপিছু আয় সবচেয়ে বেশি।
এক নজরে মালদ্বীপ:
নাম : মালদ্বীপ প্রজাতন্ত্র Republic of Maldives
রাজধানী : মালে Malé
রাষ্ট্রীয় ভাষা : মালদ্বিভিয়ান (দিভেহি)Maldivian (Dhivehi)
ধর্ম : ইসলাম
সরকার : রাষ্ট্রপতিশাসিত ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র
প্রেসিডেন্ট : আবদুল্লা ইয়ামিন Abdulla Yameen
পার্লামেন্ট : পিপলস মজলিস People's Majlis
স্বাধীনতা লাভ: ২৬ জুলাই ১৯৬৫ (ব্রিটেনের কাছ থেকে)
আয়তন : ২৯৮ বর্গকিলোমিটার
জলভাগ : ৯৯ শতাংশ
জনসংখ্যা : তিন লাখ ৯৩ হাজার ৫০০ জন
মুদ্রা : মালদ্বীপীয় রুপাইয়া Maldivian rufiyaa (MVR)
মাথাপিছু আয় : নয় হাজার ১২৬ ডলার
জাতিসংঘে যোগদান : ১৯৬৬ সালে
পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ:
১) পৃথিবীর সবচেয়ে নিচু দেশ কোনটি?
২) আয়তনে ও জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি?
৩) সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি?
৪) মালদ্বীপের পার্লামেন্টের নাম কি?
৫) মালদ্বীপের মুদ্রার নাম কি?