Studypress News
ফিফা র্যাঙ্কিং: শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশ ১৭৮তম
05 May 2016
ফিফার সবশেষ র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৭৮তম স্থানে রয়েছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দল হল:
১) আর্জেন্টিনা
২) বেলজিয়াম
৩) চিলি
৪) কলম্বিয়া
৫) জার্মানি
৬) স্পেন
৭) ব্রাজিল
৮) পর্তুগাল
৯) উরুগুয়ে
১০) ইংল্যান্ড