Studypress News
অবসান হল ছিটমহল যুগের
31 Jul 2015
৩১ জুলাই ২০১৫ মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে ভারত-বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় শুরু হয়েছে। এইক্ষণটি বাংলাদেশ ও ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন বলে বিবেচিত হবে ও ইতিহাসের মাহেন্দ্রক্ষণে নতুন মানচিত্র পেল বাংলাদেশ। ছিটমহল বিনিময়ে ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করল বিশ্ব। ৬৮ বছরের বঞ্চনার ইতিহাসের পরিসমাপ্তি ঘটল। বাংলাদেশের মূল ভূখণ্ডে অবস্থিত ভারতীয় ছিটমহলের বাসিন্দারা এখন বাংলাদেশের নাগরিক। সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময়ে নতুন করে আঁকা হল সীমানা রেখা। বাংলাদেশ পেল লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, কুড়িগ্রামে ১২টি, নীলফামারীতে ৪টিসহ মোট ১১১টি ছিটমহল। অপদখলীয় ভূমি বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটার অচিহ্নিত সীমানার মধ্যে চিহ্নিত হল সাড়ে চার কিলোমিটার স্থলসীমানা। ছিটমহল বিনিময়ের অংশ হিসেবে ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের মালিকানা পেয়েছে ভারত। সেখানে সাত হাজার সাতশ’ ১০ দশমিক শূন্য দুই একর ভূখণ্ড বাংলাদেশকে ছাড়তে হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলায় এসব ছিটমহল অবস্থিত। সেখানে বাসিন্দার সংখ্যা ১৪ হাজার ২১৫ জন। তাদের কেউই বাংলাদেশের নাগরিকত্ব বহাল রাখতে রাজি হননি। ফলে তারা এখন ভারতের নাগরিক।