Studypress News
আবারও ডাব্লিউএসআইএস পুরস্কার জিতেছে বাংলাদেশ
05 May 2016
পর পর তিন বছর তথ্যপ্রযুক্তি শিল্পের সম্মানজনক পুরস্কার ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি’ (ডাব্লিউএসআইএস) পুরস্কার জিতল বাংলাদেশ। ‘মিডিয়া’ বিভাগে এ বছর এ পুরস্কার পেয়েছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) নারী সাংবাদিকদের নিয়ে ‘ইয়ুথ উইমেন ইন কমিউনিটি মিডিয়া অ্যান্ড জার্নালিজম’ প্রকল্প। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের চারটি প্রকল্প চ্যাম্পিয়ন প্রজেক্টের সম্মাননা পেয়েছে। প্রকল্পগুলো হলো ‘সেবা পদ্ধতি সহজীকরণ-এসপিএস’, ‘পরিবেশ অধিদপ্তরের অনলাইন ছাড়পত্র’, ‘শিক্ষক বাতায়ন’ ও ‘কৃষকের জানালা’। ২০১৪ সালে এটুআইয়ের ‘ডিজিটাল সেন্টার’ এবং ২০১৫ সালে ‘জাতীয় তথ্য বাতায়ন’ প্রকল্প ‘ডাব্লিউএসআইএস’ পুরস্কার অর্জন করে।