Studypress News
সবার ওপরে গুগল ক্রোম
05 May 2016
ব্রাউজার হিসেবে গুগল ক্রোম এখন শীর্ষে। ডেস্কটপ ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরারকে পেছনে ফেলেছে গুগলের ক্রোম ব্রাউজার। ইন্টারনেট ব্রাউজার হিসেবে গত সোমবার ইন্টারনেট এক্সপ্লোরারকে ছাড়িয়ে যায় ক্রোম।
তথ্য বিশ্লেষক টুল নেটমার্কেটশেয়ারের তথ্য অনুযায়ী, ডেস্কটপ ব্রাউজার হিসেবে গত এপ্রিল মাসে গুগল ক্রোমের দখলে ছিল ৪১ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে, ইন্টারনেট এক্সপ্লোরারের দখলে ছিল ৪১ দশমিক ৪ শতাংশ। মজিলা ফায়ারফক্সের দখলে ছিল ৯ দশমিক ৭ শতাংশ। ক্রোম ব্রাউজারের জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে। ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয়তা ক্রমশ কমেছে।