Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১ এপ্রিল-৩০ এপ্রিল

04 May 2016

১। কোন দলকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ এর শিরোপা জিতেছে?

ক) ভারত খ) ইংল্যান্ড গ) অস্ট্রেলিয়া ঘ) নিউজিল্যান্ড

২। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ এর শিরোপা জিতেছে কোন দল?

ক) ইংল্যান্ড নারী দল খ) অস্ট্রেলিয়া নারী দল গ) ইংল্যান্ড নারী দল ঘ) ওয়েস্ট ইন্ডিজ নারী দল

৩। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি রান করেছেন কে?

ক) তামিম ইকবাল খ) বিরাট কোহলি গ) মারলন স্যামুয়েলস ঘ) ক্রিস গেইল

৪। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন কে?

ক) তামিম ইকবাল খ) বিরাট কোহলি গ) ক্রিস গেইল ঘ) কার্লোস ব্রাফেট

৫। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা হয়েছে কার?

ক) মুস্তাফিজুর রহমানের খ) সাকিব আল হাসানের গ) তামিম ইকবালের ঘ) সাব্বির রহমানের

৬। ইমরে কার্তেজ কোন দেশের সাহিত্যিক?

ক) হাঙ্গেরি খ) ইতালি গ) নেদারল্যান্ডস ঘ) ব্রাজিল

৭। কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী-

ক) সৈয়দা আনোয়ারা তৈমুর খ) মেহবুবা মুফতি গ) শশীকলা কাকড়কার ঘ) কোনটিই নয়

৮। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে?

ক) ৪ এপ্রিল খ) ৫ এপ্রিল গ) ২ এপ্রিল ঘ) ১ এপ্রিল

৯) কত সালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রথম পালিত হয়?

ক) ২০০৭ খ) ২০০৮ গ) ২০০৯ ঘ) ২০১০

১০। মোস্যাক ফনসেকা কোন দেশের আইনি প্রতিষ্ঠান?

ক) পানামা খ) আয়ারল্যান্ড গ) ইংল্যান্ড ঘ) আমেরিকা

১ থেকে ১‌০ এর উত্তর :

উত্তর: ১। খ ২। ঘ ৩। ক ৪। খ ৫। ক ৬। ক ৭। খ ৮। ক ৯। খ ১০। ক

১১। পরিকল্পনা মন্ত্রণালয়ের মতে চলতি অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত হবে? ক) ১ হাজার ৪৬৬ ডলার খ) ১ হাজার ৩৬৬ ডলার গ) ১ হাজার ২৬৬ ডলার ঘ) ১ হাজার ৫৬৬ ডলার

১২। গত অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?

ক) ১ হাজার ৪১৬ ডলার খ) ১ হাজার ৩১৬ ডলার গ) ১ হাজার ১১৬ ডলার ঘ) ১ হাজার ২১৬ ডলার

১৩। পরিকল্পনা মন্ত্রণালয়ের মতে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন কত হবে?

ক) ৭.০৫ শতাংশ খ) ৭ শতাংশ গ) ৭.৫ শতাংশ ঘ) ৭.৪ শতাংশ

১৪। গত অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি কত ছিল?

ক) ৬ দশমিক ২৫ শতাংশ খ) ৬ দশমিক ৩৫ শতাংশ গ) ৬ দশমিক ৪৫ শতাংশ ঘ) ৬ দশমিক ৫৫ শতাংশ

১৫। চলতি অর্থবছরের মোট এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) কত?

ক) ৯২ হাজার ৮৯৪ কোটি টাকা খ) ৯১ হাজার ৮৯৪ কোটি টাকা গ) ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকাঘ) ৯৪ হাজার ৮৯৪ কোটি টাকা

১৬। চলতি অর্থবছরে মূল এডিপির আকার কত? ক) ৯১ হাজার কো‌টি টাকা খ) ৯২ হাজার কোটি টাকা গ) ৯৩ হাজার কোটি টাকা ঘ) ৯৪ হাজার কোটি টাকা

১১ থেকে ১৬ এর উত্তর:

উ: ১১। ১ হাজার ৪৬৬ ডলার ১২। ১ হাজার ৩১৬ ডলার ১৩। ৭.০৫ শতাংশ  ১৪। ৬ দশমিক ৫৫ শতাংশ ১৫। ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকা ১৬। ৯১ হাজার কোটি টাকা  

১৭। পানামা পেপারস কেলেংকারিতে পদত্যাগ করেছেন কোন দেশের প্রধানমন্ত্রী?

ক) যুক্তরাজ্য খ) রাশিয়া গ) আইসল্যান্ড ঘ) মালয়েশিয়া

১৮। এ যাবত কালের সবচেয়ে ব্যাপক গোপন তথ্য ফাঁসের ঘটনা বলা হচ্ছে কোনটিকে?

ক) পানামা পেপারস খ) উইকিলিকস গ) উভয়টি ঘ) কোনটি না

১৯। সম্প্রতি কোন দেশের উপগ্রহ মহাকাশে হারিয়েছে?

ক) জাপান খ) উত্তর কোরিয়া গ) ভারত ঘ) যুক্তরাষ্ট্র

২০। প্লাস্টিক খেকো ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে কোন দেশের বিজ্ঞানীরা?

ক) রাশিয়া খ) যুক্তরাজ্য গ) জাপান ঘ) যুক্তরাষ্ট্র

২১। কোন মানবাধিকার সংস্থার মতে আর্সেনিকের বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ?

ক) হিউম্যান রাইটস ওয়াচ খ) অ্যামিনেস্ট ইন্টারন্যাশনাল গ) জাতীয় মানবাধিকার কমিশন ঘ) কোনটি না

২২। ঢাকার মূদ্রণশিল্প কোথায় স্থানান্তর হচ্ছে?

ক) মুন্সিগঞ্জে খ) ময়মনসিংহে গ) গাজীপুরে ঘ) টাঙ্গাইলে

২৩। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কোথায় নির্মাণ করা হচ্ছে?

ক) চট্টগ্রামে খ) গাজীপুরে গ) সিলেটে ঘ) ঢাকায়

২৪। বাংলাদেশের কোন নদীতে স্থায়ীভাবে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে?

ক) শীতলক্ষা নদীতে খ) বুড়িগঙ্গা নদীতে গ) সুরমা নদীতে ঘ)শ্যালা নদীতে

২৫। বাংলাদেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল কোথায় স্থাপন করা হবে?

ক) মহেশখালীতে খ) বিক্রমপুরে গ) সাভারে ঘ) চট্টগ্রামে

২৬। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর কবে অনুষ্ঠিত হবে?

ক) ২০১৮ সালে খ) ২০১৯ সালে গ) ২০১৭ সালে ঘ) ২০২০ সালে

উ: ১৭) আইসল্যান্ড ১৮) পানামা পেপারস ১৯) জাপান ২০) জাপান ২১) হিউম্যান রাইটস ওয়াচ ২২) মুন্সিগঞ্জে ২৩) ঢাকায় ২৪) শ্যালা নদীতে ২৫) মহেশখালীতে ২৬) ২০২০ সালে

২৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)কবে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৪৭ সালের ৭ এপ্রিল খ) ১৯৪৮ সালের ৭ এপ্রিল গ) ১৯৪৯ সালের ৭ এপ্রিল ঘ) ১৯৫০ সালের ৭ এপ্রিল

২৮। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?

ক) ৪ এপ্রিল খ) ৫ এপ্রিল গ) ৬ এপ্রিল ঘ) ৭ এপ্রিল

২৯। WHO এর মতে বিশ্বে প্রতি ১১ জনে কতজন ডায়াবেটিসে আক্রান্ত?

ক) এক জন খ) দুই জন গ) তিন জন ঘ) চার জন

৩০। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে শুরু হয়?

ক) ১৯৭২ সালের ৭ এপ্রিল খ) ১৯৭৩ সালের ৭ এপ্রিল গ) ১৯৭৩ সালের ৮ এপ্রিল ঘ) ১৯৭৩ সালের ৯ এপ্রিল

৩১। সরকার শতভাগ চীনা বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল কোথায় প্রতিষ্ঠা করছে?

ক) চট্টগ্রামের আনোয়ারায় খ) সাভার ইপিজেডে গ) কুমিল্লা ইপিজেডে ঘ) রাজধানীর মতিঝিলে

৩২। বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কোথায় অবস্থিত?

ক) ঢাকায় খ) যশোরে গ) সৈয়দপুরে ঘ) চট্টগ্রামে

৩৩। হিউম্যান রাইটস ওয়াচের মতে বাংলাদেশের কি পরিমাণ মানুষ এখনও আর্সেনিক দূষিত পানি পান করছে?

ক) এক কোটি খ) দুই কোটি গ) তিন কোটি ঘ) চার কোটি

৩৪। মুস্তাফিজুর রহমান আইপিএলে কোন দলের হয়ে খেলছেন?

ক) কলকাতা নাইট রাইডার্স খ) সানরাইজার্স হায়দ্রাবাদ গ) দিল্লি ডেয়ারডেভিলস ঘ) চেন্নাই সুপারকিংস

৩৫। ক্রাইম অব দ্য সেঞ্চুরি বলা হচ্ছে কোনটিকে?

ক) পানামা পেপারস খ) উইকিলিকস গ) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ঘ) কোনটি না

৩৬। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়?

ক) নেদারল্যান্ডসে খ) যুক্তরাষ্ট্রে গ) যুক্তরাজ্যে ঘ) সুইজারল্যান্ডে

উ: ২৭। ১৯৪৮ সালের ৭ এপ্রিল ২৮।  ৭ এপ্রিল ২৯।  এক জন ৩০। ১৯৭৩ সালের ৭ এপ্রিল ৩১। চট্টগ্রামের  আনোয়ারায় ৩২। যশোরে ৩৩। দুই কোটি ৩৪। সানরাইজার্স হায়দ্রাবাদ ৩৫। পানামা পেপারস ৩৬। সুইজারল্যান্ডে

৩৭। বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড কত?

ক) ৬ হাজার ৩৪৮ মেগাওয়াট  খ) ৭ হাজার ৩৪৮ মেগাওয়াট  গ) ৮ হাজার ৩৪৮ মেগাওয়াট ঘ) ৯ হাজার ৩৪৮ মেগাওয়াট

৩৮।লোহিত সাগরে সেতু তৈরি করবে কোন দুটি দেশ?

ক) সৌদি আরব ও মিসর খ) ইরান ও মিসর গ) মিসর ও ইরাক ঘ) কোনটি না

৩৯। কোন দেশের ঘরোয়া ক্রিকেটে টসবিহীন প্রথম শ্রেণীর ম্যাচ শুরু হয়েছে?

ক) ইংল্যান্ডে খ) বাংলাদেশে গ) ভারতে ঘ) দক্ষিণ আফ্রিকায়

৪০। The World Wildlife Fund এর মতে বিশ্বে বাঘের সংখ্যা কত?

ক) ৩৬০০ গ) ৩৫০০ গ) ৩৯০০ ঘ) ৩৮০০

৪১। কত সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করতে চায় সংরক্ষণবাদীরা?

ক) ২০২০ খ) ২০২৫ গ) ২০৩০ ঘ) ২০৩৫

৪২। ফিফার সবশেষ র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে কোন দেশ?

ক) ব্রাজিল খ) আর্জেন্টিনা গ) বেলজিয়াম ঘ) জার্মানি

৪৩। ফিফার সবশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?

ক) ১৭৫তম খ) ১৭৬তম গ) ১৭৭তম ঘ) ১৭৮তম

৪৪। বিশ্বের সবচেয়ে ঘাতক ব্যাধির তালিকায় ডায়াবেটিসের অবস্থান কততম?

ক) ষষ্ঠ খ) সপ্তম গ) অষ্টম ঘ) নবম

৪৫। পাকিস্তান, ভারত ও আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পটি রিখটার স্কেলে কত মাত্রার ছিল?

ক) ৬.৩ খ) ৬.৪ গ) ৬.৫ ঘ) ৬.৬

৪৬। জি-৭ এর ৪২তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

ক) কানাডা খ)  ফ্রান্স গ)  জার্মানি ঘ) জাপান

উ: ৩৭। ৮ হাজার ৩৪৮ মেগাওয়াট ৩৮। সৌদি আরব ও মিসর ৩৯। ইংল্যান্ডে ৪০। ৩৯০০ ৪১। ২০২০ ৪২। আর্জেন্টিনা ৪৩। ১৭৭তম ৪৪।  অষ্টম ৪৫।  ৬.৬ ৪৬। জাপান

৪৭। আইএমএফ ও বিশ্ব ব্যাংকের ১৮৯তম সদস্য কোনটি?

ক) সেনেগাল খ) চাদ গ) নাউরু ঘ) কোনটি নয়

৪৮। মুজিবনগর দিবস কবে?

ক) ১৫ এপ্রিল খ) ১৬ এপ্রিল গ) ১৭ এপ্রিল ঘ) ১৮ এপ্রিল

৪৯। সম্প্রতি কোন দেশ নাম বদলে ফেলার ঘোষণা দেয় ?

ক) চেক প্রজাতন্ত্র খ) চেচনিয়া গ) মালি ঘ) চাদ

৫০। চেকিয়া কোন দেশের নতুন নাম?

ক) চেক প্রজাতন্ত্র খ) চেচনিয়া গ) মালি ঘ) চাদ

৫১। সম্প্রতি ইকুয়েডরে কত মাত্রার ভূমিকম্প হয়েছে?

ক) ৭.৫ খ)৭.৬ গ)৭.৭ ঘ) ৭.৮

৫২। বাংলাদেশের ইন্টারনেট গ্রাহক কত কোটি ছাড়িয়েছে?

ক) ৫ কোটি খ) ৬ কোটি গ) ৭ কোটি ঘ) ৪ কোটি

৫৩। খাদিজা ইসমাইলোভা কোন দেশের সাংবাদিক?

ক) আফগানিস্তান খ) আজারবাইজান গ) পাকিস্তান ঘ) বসনিয়া

৫৪।  খাদিজা ইসমাইলোভাকে মুক্ত সাংবাদিকতা পুরস্কার দেয় কোনটি?

ক) ইউনেস্কো খ) জাতিসংঘ গ) ইউএনডিপি ঘ) ইউনিসেফ

৫৫। বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস কবে?

ক) ২ মে খ) ৩ মে গ) ৪ মে ঘ) ৫ মে

৫৬। ফাউন্ডার্স অ্যাওয়ার্ড-২০১৬ কে পেয়েছেন?

ক) মাদার তেরেসা খ) নেলসন ম্যান্ডেলা গ) বারাক ওবামা ঘ) নরেন্দ্র মোদি

৫৭। কার লেখা গল্প চুরির অভিযোগে বৃহন্নলার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল করা হয়?

ক) আব্দুল মান্নান সৈয়দ খ) হুমায়ূন আহমেদ গ) সৈয়দ মুস্তাফা সিরাজ ঘ) আবুল বাশার

৫৮। বৃহন্নলা চলচ্চিত্রটি কোন গল্প অবলম্বনে তৈরি করা হয়?

ক) গাছটি বলেছিল খ) অয়োময় গ) বৃহন্নলা ঘ) কোনটি নয়

৫৯। ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে কোনটি?

ক) নেকাব্বরের মহাপ্রয়ান খ) বৃহন্নলা গ) মেঘমল্লার ঘ) কোনটি নয়

৬০। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কোনটি?

ক) ইরাক খ) ইরান গ) আরব আমিরাত ঘ) সৌদি আরব

৬১। ওপেকের সদস্য কয়টি দেশ?

ক) ১০ খ) ১১ গ) ১২ ঘ) ১৩

৪৭। গ ৪৮। গ ৪৯। ক ৫০। ক ৫১। ঘ ৫২। খ ৫৩। খ ৫৪। ক ৫৫। খ ৫৬। ক ৫৭। গ ৫৮। ক ৫৯। ক ৬০। ঘ ৬১। ১৩

৬২। বাংলাদেশের সবচেয়ে বড় ও সবচেয়ে গভীর কয়লাখনি কোনটি?

ক) জামালগঞ্জ কয়লাখনি খ) বড়পুকুরিয়া কয়লাখনি গ) ফুলবাড়ী কয়লাখনি ঘ) কোনটি না

৬৩। ওআইসির ১৩তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) ইন্দোনেশিয়া খ) মিশর গ) তুরস্ক ঘ) কাতার

৬৪। ওআইসির সদস্যসংখ্যা কত?

ক) ৫৫ খ) ৫৬ গ) ৫৭ ঘ) ৫৮

৬৫। বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত?

ক) ১০৫তম খ) ১১১তম গ) ১৪৪তম ঘ) ১৫৫তম

৬৬। বিশ্ব গণমাধ্যম সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ?

ক) ফিনল্যান্ড খ) যুক্তরাষ্ট্র গ) কানাডা ঘ) নেদারল্যান্ডস

৬৭। সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির সন্ধান কোথায় পাওয়া গেছে?

ক) বান্দরবান খ) চট্টগ্রাম গ) দিনাজপুর ঘ) নওগাঁ

৬৮। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়?

ক) ১৯ এপ্রিল খ) ২০ এপ্রিল গ) ২১ এপ্রিল ঘ) ২২ এপ্রিল

৬৯। অলিম্পিক ২০১৬ কোথায় অনুষ্ঠিত হবে?

ক) আর্জেন্টিনায় খ) ব্রাজিলে গ) স্পেনে ঘ) ইংল্যান্ডে

৭০। লরিয়াস অ্যাওয়ার্ড-২০১৬তে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কে?

ক) লিওনেল মেসি খ) নোভাক জোকোভিচ গ) উসাইন বোল্ট ঘ) ক্রিশ্চিয়ানো রোনালদো

৭১। পৃথিবীকে রক্ষা করার জন্য প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেছে কয়টি দেশ?

ক) ১৭৫টি খ) ১৭৪টি গ) ১৭৩টি ঘ) ১৭২টি

৭২। জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেল কয়টি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠন করা হয়েছে?

ক) ৫টি খ) ১০টি গ) ১৫টি ঘ) ২০টি

৭৩। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কোন প্যানেলের সদস্য নির্বাচিত হয়েছেন?

ক) পানি বিষয়ক খ) খাদ্য বিষয়ক গ) জলবায়ু বিষয়ক ঘ) কোনটি না

৭৪। লরিয়াস অ্যাওয়ার্ড-২০১৬তে বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কে?

ক) সেরেনা উইলিয়ামস খ) মারিয়া শারাপোভা গ) ভেনাস উইলিয়ামস ঘ) ক্যারোলিন ওজনিয়াকি

৭৫। বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে?

ক) ২৫ এপ্রিল খ) ২৬ এপ্রিল গ) ২৭ এপ্রিল ঘ) ২৮ এপ্রিল

উত্তর: ৬২। ক ৬৩। গ ৬৪। গ ৬৫। গ ৬৬। ক ৬৭। ঘ ৬৮। ২২ এপ্রিল ৬৯। খ ৭০। খ ৭১। ক ৭২। খ ৭৩। ক ৭৪। ক ৭৫। ক

 

******************************************

************ (www.studypress.org) -এ রেজিস্ট্রেশন করে (BCS, Bank Job, (NTRCA) শিক্ষক নিবন্ধন ও PSC & Govt. Job)-এর প্রস্তুতি শুরু করে দিন।

# রেজিস্ট্রেশন করবেন কীভাবে?

   - প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

   - তারপর, (Register)-এ Click করুন।

   - এবার, আপনার email ID*, Mobile number* এবং নিজের পছন্দের password* লিখুন।

   - এবার , (সাইন আপ) -এ ক্লিক করুন।

# log in করে পরীক্ষা দিন--(studypress)-এ