Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স: এপ্রিল, ২০১৬
04 May 2016
১ এপ্রিল
# উত্তর কোরিয়ার পারমাণবিক ‘অবাধ্যতা’র মুখে ওয়াশিংটনে ৫০ দেশের নেতাদের অংশগ্রহণে দুদিনব্যাপী ‘বিশ্ব পরমাণু নিরাপত্তা সম্মেলন’ শুরু।
# সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরির লেখক ইমরে কার্তেজের মৃত্যু।
২ এপ্রিল
# বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
# বাবা-মায়ের অবর্তমানে অটিস্টিক শিশুদের দায়িত্ব নেবে রাষ্ট্র : অটিজম সচেতনতা দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩ এপ্রিল
# ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতে নেয়ে ওয়েস্ট ইন্ডিজ। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। তারা হারায় অস্ট্রেলিয়া নারী দলকে।
# টি-টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বেশি রান তামিম ইকবালের, সেরা বোলিং ফিগার মুস্তাফিজুর রহমানের।
৪ এপ্রিল
# চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের (৫৯) মৃত্যু।
# জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি।
# পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার বিশ্বজুড়ে আলোড়িত এক কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস। এটি পানামা পেপারস কেলেঙ্কারি নামে পরিচিত।
৫ এপ্রিল
# আর্সেনিকের বড় ঝুঁকিতে বাংলাদেশ: হিউম্যান রাইটস ওয়াচ।
# পানামা পেপারস অর্থ পাচার ও কর ফাঁকির কেলেঙ্কারির ঘটনায় বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমন্ডুর ডেভিড গুনলাগসন। নতুন প্রধানমন্ত্রী হলেন সিগুরদুর ইঙ্গি ইয়োহানসন।
৬ এপ্রিল
# রাজধানীকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে এবং মুদ্রণ শিল্পকে একটি পরিবেশবান্ধব স্থানে স্থানান্তরের লক্ষ্যে মন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’ স্থাপন করা হবে: একনেক সভায় সিদ্ধান্ত।
# বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হলেন মেজর জেনারেল মিজানুর রহমান খান।
# সারা দেশের কয়েক লাখ পোড়া রোগীকে সেবা দিতে দেড় হাজার বিশেষজ্ঞ সার্জন তৈরির লক্ষ্য নিয়ে শুরু হলো ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের’ নির্মাণ কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর চাঁনখারপুলে দেশের প্রথম এই বার্ন ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন।
# পার্লামেন্টে ৯০ শতাংশ ভোট পেয়ে ভিয়েতনামের প্রধানমন্ত্রী হলেন নুয়েন ঝুয়ান ফুক।
৭ এপ্রিল
# দুই বছরের জন্য সার্ক কৃষিমন্ত্রী কমিটির নতুন সভাপতি হলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
# চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম ও একমাত্র বন্য প্রাণী বা পোষা প্রাণীদের জন্য ‘সিভাসু এনিম্যাল ব্লাড ব্যাংক’ চালু।
৮ এপ্রিল
# যুক্তরাজ্যের সম্মানজনক মরণোত্তর 'ফাউন্ডারস অ্যাওয়ার্ড' (Founders Award) পেলেন কলকাতার মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা মানবতাবাদী মাদার তেরেসা।
# লোহিত সাগরের ওপর সেতু নির্মাণ করে সৌদি আরব ও মিসরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার ঘোষণা দিলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
৯ এপ্রিল
# ফিফা র্যাঙ্কিং: শীর্ষে ফিরল আর্জেন্টিনা, বাংলাদেশ ১৭৭তম।
১০ এপ্রিল।
# ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে টসবিহীন ম্যাচের প্রবর্তন।
১১ এপ্রিল। জাতীয়
# আরো সাতটি বেসরকারি কলেজকে জাতীয়করণ করে শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশ। এখন দেশে মোট সরকারি কলেজের সংখ্যা ৩২৪টি।
# প্রথম কোনো মার্কিন মন্ত্রী হিসেবে হিরোশিমায় জন কেরি।
# ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে সরাতে তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু। ৬৫ সদস্যবিশিষ্ট কংগ্রেসের ৩৮ জনই রৌসেফের ইমপিচমেন্ট বা অভিশংসনের পক্ষে রায় দেন। অভিশংসন প্রস্তাবের বিপক্ষে ভোট দেন পার্লামেন্টের ২৭ কংগ্রেস সদস্য।
১২ এপ্রিল
# প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিব পদে নিয়োগের জন্য সাক্ষাত্কার শুরু। মোট আটজন প্রার্থী জাতিসংঘের মহাসচিব পদের জন্য নিজ নিজ সরকারের মনোনয়ন পেয়েছেন।
১৩ এপ্রিল
# ঢাকাসহ সারা দেশে ৬.৯ মাত্রার ভূমিকম্প। উত্পত্তিস্থল মিয়ানমারের মাওলাইকে।
১৪ এপ্রিল। জাতীয়
# বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে লেবার পার্টির এমপি রুশনারা আলীর নাম ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
১৫ এপ্রিল। জাতীয়
# পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম আসায় পদত্যাগ করলেন স্পেনের ভারপ্রাপ্ত শিল্পমন্ত্রী হোসে ম্যানুয়েল সোরিয়া। সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও ইস্তফা দিলেন।
# ইস্তাম্বুলে শেষ হলো ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) ত্রয়োদশ শীর্ষ সম্মেলন। আগামী দুই বছর সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে তুরস্ক।
১৬ এপ্রিল
# জাপানের দক্ষিণাঞ্চলের কুমামাতোতে ৭ মাত্রার জোড়া ভূমিকম্প। নিহত ৪১।
১৭ এপ্রিল
# ঐতিহাসিক মুজিবনগর দিবস।
# ইকুয়েডরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর মুইসেন থেকে ২৭ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে। এতে প্রায় ৬৫০ জন নিহত হয়।
১৮ এপ্রিল
# বাংলাদেশে ইন্টারনেট গ্রাহক ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার: বিটিআরসি
# কোনো ধরণের সিদ্ধান্ত ছাড়াই কাতারে শেষ হলো ওপেক (Organization of the Petroleum Exporting Countries :OPEC) শীর্ষ সম্মেলন।
# আজারবাইজানের অনুসন্ধানী সাংবাদিক খাদিজা ইসমাইলোভা ২০১৬ সালের ইউনেস্কো বিশ্ব মুক্ত সাংবাদিকতা পুরস্কার (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) জেতেন।
১৯ এপ্রিল
# গল্প ‘চুরির’ অভিযোগে ‘বৃহন্নলা’ চলচ্চিত্রের তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের পর ওই তিন ক্যাটাগরিতে নতুন করে বিজয়ীদের নাম ঘোষণা করেছে সরকার। ২০১৪ সালের সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার পাচ্ছে মাসুদ পথিক প্রযোজিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। মেঘমল্লার চলচ্চিত্রের জন্য আখতারুজ্জামান ইলিয়াস ‘সেরা কাহিনিকার’ এবং একই সিনেমার জন্য জাহিদুর রহিম অঞ্জন ‘সেরা সংলাপ রচয়িতা’র জাতীয় পুরস্কার পাচ্ছেন।
# এখন পর্যন্ত আবিষ্কৃত দেশের সবচেয়ে বড় ও সবচেয়ে বেশি গভীর কয়লাখনি জামালগঞ্জ কয়লাখনিতেআহরণযোগ্য গ্যাস নেই বলে সিদ্ধান্তে পৌঁছেছেন বিশেষজ্ঞরা।
২০ এপ্রিল
# বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১৪৪তম। শীর্ষে ফিনল্যান্ড। ১৮০টি দেশের মধ্যে সূচকে সবচেয়ে নিচের দিকের দেশ ইরিত্রিয়া। এর ঠিক ওপরেই রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ওপরে রয়েছে চীন ও সিরিয়া।
২১ এপ্রিল
# জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ও বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এ প্যানেল ঘোষণা করেন।
# নওগাঁয় দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নওগাঁয় জেলার বদলগাছি উপজেলার তাজপুরে ভূতত্ত্ব অধিদপ্তর এই খনি আবিষ্কার করেছে।
২২ এপ্রিল
# বিশ্ব ধরিত্রী দিবস
# প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেন ১৭৫টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা।
২৪ এপ্রিল
# কঙ্গোর রাষ্ট্রপতি ডেনিস স্যাসৌ এনগেসো সেদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রাক্তন অর্থমন্ত্রী ক্লেমেন্ট মৌয়াম্বার নাম ঘোষণা করেছেন।
২৫ এপ্রিল
# ইউএনডিপির আঞ্চলিক মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এখন তরুণদের দেশ। দেশের ৪৯ শতাংশ মানুষের বয়স ২৪ বছর বা তার নিচে। বাংলাদেশে কর্মক্ষম মানুষ আছে ১০ কোটি ৫৬ লাখ, এটি মোট জনসংখ্যার ৬৬%।
# বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ সাদিক।
# বিশ্ব ম্যালেরিয়া দিবস
# বিশ্বের প্রথম অঞ্চল হিসেবে ইউরোপ থেকে ম্যালেরিয়া নির্মূল: WHO
২৬ এপ্রিল
# বাংলাদেশের রিজার্ভ (বিদেশি মুদ্রার সঞ্চয়ন) ২৯ বিলিয়ন (২ হাজার ৯০০ কোটি) ডলার অতিক্রম করেছে।
২৭ এপ্রিল
# বিশ্বের ৬ কোটি লোক এল নিনোর শিকার: জাতিসংঘ
২৯ এপ্রিল
# বিশ্ব নৃত্য দিবস।
৩০ এপ্রিল
# আগামী অর্থবছরে (২০১৬-১৭) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক।
..............................................................................................................
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।