Studypress News
এএফসি অনূর্ধ্ব–১৪ মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ
03 May 2016

এএফসি অনূর্ধ্ব–১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত পরশু তারা ভারতের মেয়েদের হারিয়েছে ৪-০ গোলে।
এশিয়ার দক্ষিণ ও মধ্য অঞ্চলের বয়সভিত্তিক বালিকা টুর্নামেন্টে পরপর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
প্রথম পর্বে ভারতকে তারা হারিয়েছিল ৩-১-এ, নেপালকে ৯-০, তাজিকিস্তানের রাজধানী দুশানবের মাটিতে তাজিকিস্তানের বিপক্ষে তারা ৯-১ গোলে জিতেছে। ফাইনালে আবার মুখোমুখি ভারত, এবার ৪-০ গোলে চ্যাম্পিয়ন হয়ে ফিরল মেয়েরা।
এবারের এই জাতীয় দলে কলসিন্দুর গ্রামের ছিল আটজন।
তহুরা ফাইনালে করেছে হ্যাটট্রিক, সে কলসিন্দুর গ্রামের মেয়ে।
ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কলসিন্দুর উচ্চবিদ্যালয়ের মেয়েরা ছাড়াও এই চ্যাম্পিয়ন দলে খেলেছে রাঙামাটি, খাগড়াছড়ি, রংপুর, কুষ্টিয়া ও সিরাজগঞ্জের মেয়েরা।
২০১৫ সালের এপ্রিল মাসে তারা নেপালে খেলতে যায় এএফসির এই টুর্নামেন্টেই। ইরান, ভুটানকে হারিয়ে ভারতের সঙ্গে ড্র করে ফাইনালে ওঠে তারা। কিন্তু তখনই নেপালে ঘটে যায় প্রলয়ংকরী ভূমিকম্প। ফাইনাল খেলা তখন হতে পারেনি। পরে ডিসেম্বরে আবার ফাইনাল হলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফেরে তারা।
এবার তাজিকিস্তান জিতে আসা দলের কোচ ছিলেন গোলাম রব্বানী।
Important News

Highlight of the week
