Studypress News

দেশ পরিচিতি: পাকিস্তান

29 Apr 2016

পাকিস্তান দক্ষিণ এশিয়ায় অবস্থিত। সার্কভুক্ত দেশটির জন্ম ১৯৪৭ সালে। ভারতবর্ষ ভেঙ্গে এটি তৈরি হয়। পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত বাংলাদেশ এর অংশ ছিল। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ।

জন্মের পর থেকে পাকিস্তান বেশিরভাগ সময়ই সামরিক শাসনের অধীনে ছিল। দেশটিতে এখনো সেনাবাহিনীর প্রভাব অপরিসীম। ২০১৩ সালে নির্বাচনের মাধ্যমে সরকারের  পালাবদল হয়।

পাকিস্তানের দক্ষিণ দিকে আরব সাগর, পশ্চিমে আফগানিস্তান ও ইরান, পূর্বে ভারত এবং উত্তর-পূর্ব দিকে চীনের তিব্বত ও জিনজিয়াং। দেশটির প্রায় হাজার কিলোমিটার লম্বা সৈকতরেখা আছে।

প্রাচীন সিন্ধু অঞ্চল বর্তমান পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশ ছাড়া বাকিটা নিয়ে গঠিত। নব্য প্রস্তর যুগীয় মেহেরগড় সহ অনেক উন্নত সভ্যতার উৎপত্তিস্থল ছিল প্রাচীন সিন্ধু। ব্রোঞ্জ যুগে (২৮০০- ১৮০০খ্রিষ্টপূর্বাব্দ) সিন্ধু সভ্যতায় হরপ্পা ও মহেঞ্জো-দারো নামে দুটি উন্নত নগর ছিল।

এক নজরে পাকিস্তান:

নাম : ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান Islamic Republic of Pakistan

রাজধানী : ইসলামাবাদ

বৃহত্তম শহর : করাচি

রাষ্ট্রীয় ভাষা : উর্দু, ইংরেজি

সরকার : কেন্দ্রীয় পার্লামেন্টারি প্রজাতন্ত্র

রাষ্ট্রপতি : মামনুন হুসেইন

প্রধানমন্ত্রী : নওয়াজ শরিফ

আইনসভা : মসলিস-ই-শুরা

উচ্চকক্ষ : সিনেট

নিম্নকক্ষ : জাতীয় পরিষদ

ধর্ম : ইসলাম

স্বাধীনতা লাভ: ১৪ আগস্ট ১৯৪৭

ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা : ২৩ মার্চ ১৯৫৬

আয়তন : ৮ লাখ ৮১ হাজার ৯১৩

 বর্গ কি.মি.

জনসংখ্যা : ১৯ কোটি ৯০ লাখ ৮৫ হাজার ৮৪৭ জন

মুদ্রা : রুপি

মাথাপিছু আয় : ১৪২৭ ডলার

জাতিসংঘে যোগদান: ৩০ সেপ্টেম্বর, ১৯৪৭