Studypress News
দেশ পরিচিতি: শ্রীলঙ্কা
28 Apr 2016
শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। ভারতের দক্ষিণ উপকূল থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশ পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
১৯৭২ সালের আগ পর্যন্ত শ্রীলঙ্কা সিলন নামে পরিচিত ছিল। ১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটিশদের অধীনে থাকা অবস্থায়ও একই নাম ছিল। ১৯৪৮ সালে সিলন নামেই স্বাধীনতা পায়। ১৯৭২ সালে শ্রীলঙ্কা নামে আত্মপ্রকাশ করে। শ্রীলঙ্কা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ "শ্রী" ও "লঙ্কা" থেকে। শ্রী শব্দের অর্থ পবিত্র এবং লঙ্কা অর্থ দ্বীপ।
চিনামন, রাবার, সিলন চা রপ্তানির জন্য শ্রীলঙ্কা বিখ্যাত।
# শ্রীলঙ্কায় সংখ্যাগুরু সিংহলিজ ও সংখ্যালঘু তামিলদের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে গৃহযুদ্ধ হয়। ২০০৯ সালে তামিলপ্রধান এলাকাগুলোর দখল নিয়ে ২৫ বছরের ওই গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। এই লড়াইয়ে দুই পক্ষের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। নিহত হয় ৭০ হাজারেরও বেশি লোক।
এক নজরে শ্রীলঙ্কা:
# রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট (প্রশাসনিক)
কলম্বো (বাণিজ্যিক)
# বৃহত্তম: কলম্বো
# রাষ্ট্রীয় ভাষাসমূহ: সিংহলিজ, তামিল
# সরকার: গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র Democratic Socialist Republic of Sri Lanka
রাষ্ট্রপতি: মৈত্রীপালা সিরিসেনা
প্রধানমন্ত্রী: রানিল বিক্রমাসিংহে
# আয়তন : ৬৫ হাজার ৬১০ বর্গকিলোমিটার
# জনসংখ্যা: ২০২৭৭৫৯৭ জন
# জিডিপি: ৩ হাজার ৮১৮ ডলার
# মানব উন্নয়ন সূচক: ৭৩তম (০.৭৫৭)
# মুদ্রা: শ্রীলঙ্কান রুপি
# জাতিংসংঘে যোগদান: ১৯৫২ সালে