Studypress News

দেশ পরিচিতি: নেপাল

27 Apr 2016

নেপাল হিমায় অধ্যুষিত দক্ষিণ এশিয়ার একটি দেশ। এর উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারত। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র।নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টিই অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত।

একটি বহুদলীয় প্রজাতন্ত্রের কাঠামোতে সংঘটিত হয় নেপালের রাজনীতি। সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত। আইনসভার উপর আইন প্রণয়নের দায়িত্ব ন্যস্ত। বর্তমানে রাম বরণ যাদব নেপালের রাষ্ট্রপতি এবং কে পি শর্মা অলি নেপাল প্রধানমন্ত্রী। ২০০৮ সালের মে মাস পর্যন্ত নেপাল একটি সাংবিধানিক রাজতন্ত্র ছিল। ঐ মাসের ২৮ তারিখে নেপালের আইনসভা সংবিধানে সংশোধন আনে এবং নেপালকে একটি প্রজাতন্ত্রে রূপান্তরিত করে।

১০ বছর ধরে নেপালে মাওবাদীদের সহিংসতা চলছে। ১৯৯১ সাল থেকে রাজা বীরেন্দ্র বীরবিক্রম শাহ দেব গণতন্ত্রের চর্চা শুরু করেন। ২০০১ সালে প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে সপরিবারে নিহত হওয়ার পর সিংহাসনে বসেন তাঁর বড় ভাই জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহ দেব। পরে মাওবাদী আন্দোলনের কাছে নতি স্বীকার করে সিংহাসন ছাড়তে বাধ্য হন তিনি। রাজতন্ত্র বিলোপের দাবিতে ১৯৯৬ সাল থেকে আন্দোলন শুরু করে মাওবাদীরা। জাতিসংঘের হিসাবে ২০০৬ সালে তাদের আন্দোলনের ইতি ঘটার সময় পর্যন্ত ১২ হাজারের বেশি লোক নিহত হয়, বাস্তুচ্যুত হয় লক্ষাধিক। তবে গৃহযুদ্ধ শেষ হলেও নেপালে রাজনৈতিক স্থিতি ফেরেনি। একটি সংবিধান রচনার জন্য মাওবাদীদের সঙ্গে নিয়েই রাজনৈতিক দলগুলো পার্লামেন্ট গঠন করলেও এখনো সংবিধান প্রণয়ন করতে পারেনি।  মূলত কৃষির ওপর নির্ভরশীল দেশটির ৪০ শতাংশ মানুষ দরিদ্র। তাদের অর্থনীতির মূল চালিকাশক্তি বিদেশি সহায়তা। আর বাণিজ্যের ক্ষেত্রে তারা প্রতিবেশী ভারতের ওপর বেশি নির্ভরশীল। 

একনজরে নেপাল:

রাষ্ট্রের নাম : ফেডারেল ডেমোক্র্যাটিক রিপাবলিক অব নেপাল

আয়তন : এক লাখ ৪৭ হাজার ১৮১ বর্গকিলোমিটার

রাজধানী : কাঠমাণ্ডু

প্রজাতন্ত্র ঘোষণা : ২৮ মে ২০০৮

সরকারি ভাষা : নেপালি

প্রেসিডেন্ট : বিদ্যা দেবী ভান্ডারি (নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট)

প্রধানমন্ত্রী : খাগড়া প্রসাদ শর্মা অলি

সরকার : কেন্দ্রীয় সংসদীয় প্রজাতন্ত্র

জনসংখ্যা  : দুই কোটি ৬৪ লাখ ৯৪ হাজার ৫০৪ জন

মুদ্রা  : নেপালি রুপি

জিডিপি (মাথাপিছু আয়): ৭৫১ ডলার

জাতিসংঘে যোগদান : ১৪ ডিসেম্বর, ১৯৫৫