Studypress News
দেশ পরিচিতি: ভুটান
27 Apr 2016
ভুটান দক্ষিণ এশিয়ার একটি রাজতন্ত্র। ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ "ভূ-উত্থান" থেকে যার অর্থ "উঁচু ভূমি"। দেশটির অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংকা ভাষায় দ্রুক ইয়ুল বা বজ্র ড্রাগনের দেশ নামে ডাকে।
ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র। ভুটানের রাজধানীর নাম থিম্পু। ভুটানের উত্তরে চীনের তিব্বত অঞ্চল এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারত।
অতীতে ভুটান পাহাড়ের উপত্যকায় অবস্থিত অনেকগুলো আলাদা আলাদা রাজ্য ছিল। ১৬শ শতকে একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে এর আবির্ভাব ঘটে। ১৯০৭ সাল থেকে ওয়াংচুক বংশ দেশটি শাসন করে আসছে।
১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভের পর ভূটানকে একটি স্বাধীন দেশ হিসেবে গণ্য করে। ১৯৪৯ সালে ভূটান ও ভারত একটি চুক্তি স্বাক্ষর করে যেখানে ভূটান ভারতের কাছ থেকে বৈদেশিক সম্পর্কের ব্যাপারে পথনির্দেশনা নেবার ব্যাপারে সম্মত হয় এবং পরিবর্তে ভারত ভূটানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেয়।
১৯৫০-এর দশক পর্যন্ত ভুটান একটি বিচ্ছিন্ন দেশ ছিল। ১৯৬০-এর দশকে ভারতের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে দেশটি একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হতে শুরু করে।
স্থলবেষ্টিত দেশ ভূটানের আকার, আকৃতি ও পার্বত্য ভূ-প্রকৃতি সুইজারল্যান্ডের সদৃশ বলে দেশটিকে অনেক সময় এশিয়ার সুইজারল্যান্ড ডাকা হয়।
বহির্বিশ্ব থেকে বহুদিন বিচ্ছিন্ন থাকার কারণে ভূটান প্রাণী ও উদ্ভিদের এক অভয়ারণ্য। এখানে বহু হাজার দুর্লভ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ দেখতে পাওয়া যায়। ভূটানের প্রায় ৭০% এলাকা অরণ্যাবৃত। ভুটানে কোনো রেলপথ নেই।
# বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান।
একনজরে ভুটান:
# পূর্ণ নাম: Kingdom of Bhutan
# রাজধানী: থিম্পু (Thimpu)
# আইনসভা Legislature: জাতীয় সংসদ Parliament
উচ্চকক্ষ Upper house: জাতীয় কাউন্সিল National Council
নিম্নকক্ষ Lower house: জাতীয় পরিষদ National assembly
***** ২০০৭ এর ৩১ জুলাই পর্যন্ত ভুটানের আইনসভার নাম ছিল সোগডু Tshogdu
# সরকার: ঐক্যমূলক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র
রাজা: জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক
প্রধানমন্ত্রী: শেরিং তোবগে
# মুদ্রার নাম : গুলট্রাম Bhutanese ngultrum (BTN)
# জনসংখ্যা: ৭ লক্ষ ৪২ হাজার ৭৩৭ জন (প্রায়)
# আয়তন: ৩৮ হাজার ৩৬৪ বর্গকিলোমিটার
# প্রধান ভাষা : ডিজংখা Dzongkha
# প্রধান ধর্ম : বৌদ্ধ
# রাজতন্ত্র চালু : ১৭ ডিসেম্বর ১৯০৭
# সাংবিধানিক রাজতন্ত্র : ২০০৭
# প্রথম পার্লামেন্ট নির্বাচন : ২৪ মার্চ ২০০৮
# প্রথম রাজা : উগুয়েন ওয়াংচুক (১৭ ডিসেম্বর ১৯০৭-২১ আগস্ট ১৯২৬)
# প্রথম প্রধানমন্ত্রী : জিগমে ওয়াই থিনলে
# ইন্দো-ভুটান চুক্তি : ৮ আগস্ট ১৯৪৯
# শিক্ষার হার : ৬৩ শতাংশ (২০১২)
# জনসংখ্যার ঘনত্ব : ১৮.০/বর্গকিলোমিটার
# জিডিপি (মাথাপিছু আয়) : ২ হাজার ৮৩৬ ডলার
# মানব উন্নয়ন সূচক : ০.৬০৫ (১৩২তম)
# জাতিসংঘের সদস্যপদ লাভ: ২১ সেপ্টেম্বর ১৯৭১