Studypress News
২৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বাংলাদেশের রিজার্ভ
26 Apr 2016
বাংলাদেশের রিজার্ভ (বিদেশি মুদ্রার সঞ্চয়ন) ২৯ বিলিয়ন (২ হাজার ৯০০ কোটি) ডলার অতিক্রম করেছে। হ্যাকিংয়ে বাংলাদেশ ব্যাংকের অর্থ খোয়া যাওয়ার ঘটনার ব্যাপক সমালোচনার মধ্যেই রিজার্ভ এই মাইলফলক অতিক্রম করল।
# গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের রিজার্ভ প্রথমবারের মতো ২৮ বিলিয়ন ডলার ছাড়ায়।
# আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়।
# প্রতি মাসে সাড়ে ৩ বিলিয়ন ডলার আমদানি ব্যয়ের খরচ হিসেবে বর্তমানে হাতে থাকা রিজার্ভ দিয়ে আট মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
# রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে প্রায় ২৫ বিলিয়ন ডলার। তবে, এ সময়ে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমেছে ১ দশমিক ৮ শতাংশ।