Studypress News
পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক
26 Apr 2016
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ সাদিক। গতকাল (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ সাদিককে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি । ইকরাম আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মদ সাদিক। পিএসসির চেয়ারম্যান হিসেবে ইকরাম আহমেদের মেয়াদ শেষ হয় ১৩ এপ্রিল। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ সাদিক নির্বাচন কমিশন, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।