Studypress News

দেশ পরিচিতি: ভারত

26 Apr 2016

ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। দেশটির সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহৎ রাষ্ট্র। অন্যদিকে জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল তথা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ, মিয়ানমার ও মালয়েশিয়া অবস্থিত। এ ছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য সাত হাজার ৫১৭ কিলোমিটার (চার হাজার ৬৭১ মাইল)।

প্রাচীনকাল থেকেই অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের মিশেলে সমৃদ্ধ এই দেশ। হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ- এই চার ধর্মের উৎসভূমি এই ভারত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অসংখ্য মহাপুরুষের জন্মস্থান এই দেশে। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানি এ দেশে শাসন শুরু করে। আর সংবিধান প্রণয়নের মাধ্যমে ১৯৫০ সাল থেকে এ দেশে গণতন্ত্রের সূচনা হয়। বর্তমানে ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলবিশিষ্ট একটি দেশ ভারত।

এক নজরে ভারত:

রাষ্ট্রীয় নাম : রিপাবলিক অব ইন্ডিয়া (Republic of India)

স্বাধীনতা লাভ : ১৫ আগস্ট, ১৯৪৭

প্রজাতন্ত্রে পরিণত হয় : ২৬ জানুয়ারি, ১৯৫০

রাজধানী : নয়াদিল্লি

মুদ্রার নাম : রুপি

আইনসভা: সংসদ

উচ্চকক্ষ: রাজ্যসভা

নিম্নকক্ষ: লোকসভা

বর্তমান রাষ্ট্রপতি : প্রণব মুখোপাধ্যায়

বর্তমান প্রধানমন্ত্রী : নরেন্দ্র মোদি

বৃহত্তম শহর : মুম্বাই

গোল্ড সিটি : রাজ্যস্থানের জয়শলমির

বিখ্যাত আনন্দ ভবনের অবস্থান : এলাহাবাদ

বিখ্যাত তিন মূর্তি ভবনের অবস্থান : নয়াদিল্লি

প্রদেশ সংখ্যা : ২৯টি

বৃহত্তম প্রদেশ : মধ্য প্রদেশ

ইন্দিরা গান্ধী আততায়ীর গুলিতে নিহত হন : ৩১ অক্টোবর, ১৯৮৪

মহাত্মা গান্ধীর রাজনীতিতে প্রবেশ : ১৯১৭ সালে

লোকসভার আসন সংখ্যা : ৫৪৫

প্রথম মুসলিম রাষ্ট্রপতি : জাকির হোসেন

লোকসভার প্রথম মহিলা স্পিকার : মীরা কুমার

প্রথম নারী গভর্নর : সরোজিনী নাইডু

নাইটিঙ্গেল অব ইন্ডিয়া : সরোজিনী নাইডু

আয়তন : ৩,২৮৭,২৬৩ বর্গ কিমি (৭ম)

মোট জনসংখ্যা : ১২৭৬,২৬৭,০০০ জন (২য়)

জনসংখ্যায় : বিশ্বে দ্বিতীয়

জনসংখ্যার ঘনত্ব : ৩৯০ জন (প্রতি বর্গকিলোমিটারে)

মোট জনসংখ্যার শহরে অবস্থান : ৩৩ শতাংশ

পুরুষ-মহিলার অনুপাত : প্রতি হাজার পুরুষের জন্য ৯৪৩ জন নারী

গড় আয়ু : ৬৬.৮ বছর

গড় মধ্যবয়স : ২৬.৬ বছর (প্রায়)

জিডিপি: মাথাপিছু আয় ১৬৮৮ ডলার

মানব উন্নয়ন সূচক: ১৩০ তম (০.৬০৯)

(সূত্র: উইকিপিডিয়া)