Studypress News
গণিতের প্রস্তুতি নেবেন কিভাবে
26 Apr 2016
# মূলত গণিতে ভালো করার জন্য প্রয়োজন একাগ্রতা (concentration)। সবারই এ বিষয়টিতে জোর দেয়া উচিত।
# আমরা সবাই জানি গণিত মৌলিক ধারণার (basic concepts) উপর প্রতিষ্ঠিত। তাই প্রত্যেকের basic concepts সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
# এটি হিসাব করার বিষয়। তাই প্রথমেই আপনার হিসাব/গণনা করার ক্ষমতা শক্তিশালী করতে হবে। যার মধ্যে রয়েছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা, নামতা ইত্যাদি।
# দ্রুত অংক করার ক্ষেত্রে নামতা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যত বেশি সংখ্যক নামতা মুখস্ত রাখতে পারেন ততোই আপনার জন্য ভালো। (সাধারণত ২০ এর নামতা পর্যন্ত আয়ত্তে রাখলেই চলে।)
# গণিত বিষয়টিতে ভালো করা অনুশীলনের উপর নির্ভর করে। আপনি যতো বেশি অংক করবেন ততোই দক্ষ হয়ে উঠবেন।
# একটি রুটিন তৈরি করে নিন। এবং রুটিনটি ফলো করুন।
# অন্যান্য বিষয়ের চেয়ে গণিতে আপনাকে বেশি সময় ব্যয় করতে হবে। (যদি দুর্বল হয়ে থাকেন।)
# আমরা জানি গণিতের অসংখ্য সূত্র রয়েছে। এবং এগুলো মনে রাখা সহজ না। আপনি অনেক সূত্র মনে রাখতে পারেন সূত্রসম্বলিত সমস্যার সমাধান করে। প্রতিদিন কিছু কিছু সমস্যা সমাধান করুন। এবং যে সূত্রগুলো দিয়ে সমস্যা সমাধান করেছেন সেগুলো আবার ঝালিয়ে নিন।
# বেশ মনোযোগ দিয়ে প্রশ্ন পড়ুন। আপনাকে কি করতে হবে তার নির্দেশনা প্রশ্নেই থাকে। প্রশ্ন ভালোভাবে বুঝাটা জরুরী।
# নিশ্চিত হয়ে নিন আপনি সেটাই করছেন যেটা প্রশ্নে করকে বলা হয়েছে।
# যদি কোন সমস্যা সমাধান করতে গিয়ে আটকে যান তাহলে এটি ছেড়ে তার পরেরটিতে যান। পরে সময় থাকলে এই প্রশ্নটির সমাধান করুন।
# আবারো বলছি আপনার হিসাব/গণনা করার দক্ষতা ভালো হতে হবে। অনুশীলন ছাড়া যা মোটেই সম্ভব না।
আমরা সবাই জানি:
“Practice Makes a Man Perfect”