Studypress News

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং: পাঁচে নয় সাতেই বাংলাদেশ

26 Apr 2016

আইসিসি সভা শেষে দুবাই থেকে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছিলেন ওডিআই র‍্যাঙ্কিংয়ের পাঁচে উঠে গেছে বাংলাদেশ। তবে, আইসিসি মিডিয়া প্রধান জানান র‍্যাঙ্কিং ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমের ফলাফলের ভিত্তিতে হবে বলে ২ মের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থাকছে ৭ নম্বরেই। তবে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমের পারফরম্যান্স অনুযায়ী পঞ্চম স্থানে আছে টাইগাররা। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে ২০১৭-এর ৩০ সেপ্টেম্বরের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল।