Studypress News
আইসিসি ওডিআই র্যাঙ্কিং: প্রথমবারের মতো পঞ্চম স্থানে বাংলাদেশ
25 Apr 2016

আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর মধ্যে কোন ম্যাচ না খেললেও বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৭ থেকে ১০১ হয়েছে। যার ফলে সপ্তম স্থান থেকে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে টাইগাররা।
১২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭ রেটিং), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)। পাঁচে উঠে যাওয়া বাংলাদেশের জন্য অবশ্যই বড় খবর। কারণ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে।
Important News

Highlight of the week
