Studypress News
২৫ এপ্রিল: বিশ্ব ম্যালেরিয়া দিবস
25 Apr 2016
আজ ২৫ এপ্রিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস। এ বছরে দিবসটির প্রতিপাদ্য “End Malaria For Good” চিরতরে ম্যালেরিয়া নির্মূল করুন।
মশাবাহিত যত সংক্রামক রোগ রয়েছে তার মধ্যে ম্যালেরিয়া অন্যতম। এটি একটি মশাবাহিত সংক্রামক রোগ, যার মূলে রয়েছে প্লাজমোডিয়াম গোত্রের প্রোটিস্ট (এক ধরনের অণুজীব)। এটি একটি সংক্রমিত স্ত্রী মশার (অ্যানোফিলিস মশা) কামড়ে শুরু হয়। এ ছাড়া ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তি কাউকে রক্ত দিলে এ রোগ হওয়ার আশঙ্কা দেখা দেয়। ম্যালেরিয়া রোগটি পৃথিবীর ক্রান্তীয় অঞ্চল, উপ-গ্রীষ্মমণ্ডলীয় ও অনেক সাহারা-নিম্ন আফ্রিকা, এশিয়া ও আমেরিকা অঞ্চলসহ বিষুবরেখা ঘিরে ব্যাপক বিস্তৃত। বিশ্বে ৩.২ বিলিয়ন মানুষ ম্যালেরিয়া ঝুঁকির মধ্যে রয়েছে, যা বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক। ২০১৫ সালে ৯৭টি দেশে ম্যালেরিয়া সংক্রমণ ছিল, যাতে ৪৩ লাখ আট হাজার মানুষের মৃত্যু হয়। তবে ২০০০ সালের তুলনায় ২০১৫ সালে বিশ্বব্যাপী ম্যালেরিয়া মৃত্যুর হার ৬০ শতাংশ হ্রাস পেয়েছে।