Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১৯ এপ্রিল-২৪ এপ্রিল

25 Apr 2016

১। বাংলাদেশের সবচেয়ে বড় ও সবচেয়ে গভীর কয়লাখনি কোনটি?

ক) জামালগঞ্জ কয়লাখনি খ) বড়পুকুরিয়া কয়লাখনি গ) ফুলবাড়ী কয়লাখনি ঘ) কোনটি না

২। ওআইসির ১৩তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) ইন্দোনেশিয়া খ) মিশর গ) তুরস্ক ঘ) কাতার

৩। ওআইসির সদস্যসংখ্যা কত?

ক) ৫৫ খ) ৫৬ গ) ৫৭ ঘ) ৫৮

৪। বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত?

ক) ১০৫তম খ) ১১১তম গ) ১৪৪তম ঘ) ১৫৫তম

৫। বিশ্ব গণমাধ্যম সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ?

ক) ফিনল্যান্ড খ) যুক্তরাষ্ট্র গ) কানাডা ঘ) নেদারল্যান্ডস

৬। সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির সন্ধান কোথায় পাওয়া গেছে?

ক) বান্দরবান খ) চট্টগ্রাম গ) দিনাজপুর ঘ) নওগাঁ

৭। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়?

ক) ১৯ এপ্রিল খ) ২০ এপ্রিল গ) ২১ এপ্রিল ঘ) ২২ এপ্রিল

৮। অলিম্পিক ২০১৬ কোথায় অনুষ্ঠিত হবে?

ক) আর্জেন্টিনায় খ) ব্রাজিলে গ) স্পেনে ঘ) ইংল্যান্ডে

৯। লরিয়াস অ্যাওয়ার্ড-২০১৬তে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কে?

ক) লিওনেল মেসি খ) নোভাক জোকোভিচ গ) উসাইন বোল্ট ঘ) ক্রিশ্চিয়ানো রোনালদো

১০। পৃথিবীকে রক্ষা করার জন্য প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেছে কয়টি দেশ?

ক) ১৭৫টি খ) ১৭৪টি গ) ১৭৩টি ঘ) ১৭২টি

১১। জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেল কয়টি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠন করা হয়েছে?

ক) ৫টি খ) ১০টি গ) ১৫টি ঘ) ২০টি

১২। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কোন প্যানেলের সদস্য নির্বাচিত হয়েছেন?

ক) পানি বিষয়ক খ) খাদ্য বিষয়ক গ) জলবায়ু বিষয়ক ঘ) কোনটি না

১৩। লরিয়াস অ্যাওয়ার্ড-২০১৬তে বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কে?

ক) সেরেনা উইলিয়ামস খ) মারিয়া শারাপোভা গ) ভেনাস উইলিয়ামস ঘ) ক্যারোলিন ওজনিয়াকি

 

উত্তর: ১। ক ২। গ ৩। গ ৪। গ ৫। ক ৬। ঘ ৭। ২২ এপ্রিল ৮। খ ৯। খ ১০। ক ১১। খ ১২। ক ১৩। ক