Studypress News
ঐতিহাসিক প্যারিস চুক্তিতে স্বাক্ষর করলো ১৭৫ টি দেশ
25 Apr 2016
প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছেন ১৭৫টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা। গত শুক্রবার (বিশ্ব ধরিত্রী দিবসে) নিউইয়র্কে ১৭৫ টি দেশের স্বাক্ষরদান নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা।
চুক্তিতে প্রথম স্বাক্ষর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সিস ওঁলাদ। এরপর একে একে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। নিউইয়র্ক সময় দুপুর ১২টা ২৮ মিনিটে বাংলাদেশের পক্ষে ঐতিহাসিক এই চুক্তিতে স্বাক্ষর করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ হ্রাস করার বিষয়ে গত বছরের ডিসেম্বরে প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে একটি সর্বজনীন চুক্তিতে উপনীত হন বিশ্বনেতৃবৃন্দ। সম্মেলনে বিশ্বের তাপমাত্রা প্রাক শিল্পায়ন পর্বের তাপমাত্রার তুলনায় কিছুতেই ২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে না দেওয়ার এ সমঝোতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার ব্যাপারেও ঐকমত্য হয়। প্যারিস চুক্তির ফলে তা অর্থবহ রূপ ধারণ করলো।